শ্রেণিকক্ষেই বিশ্ববিদ্যালয় ছাত্রীর গায়ে হলুদ, ২ জুলাই বিয়ে

২২ জুন ২০২৩, ১০:২৫ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:৪৮ PM
শ্রেণিকক্ষেই বিশ্ববিদ্যালয় ছাত্রীর গায়ে হলুদ

শ্রেণিকক্ষেই বিশ্ববিদ্যালয় ছাত্রীর গায়ে হলুদ © টিডিসি ফটো

নিজ বিভাগের শ্রেণিকক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সাদিয়া আক্তার মীমের গায়ে হলুদ সম্পন্ন হয়েছে। বুধবার (২১ জুন) সন্ধ্যায় অ্যানিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন বিভাগের শ্রেণিকক্ষে মীমের হলুদ সন্ধ্যার আয়োজন করেন তার সহপাঠীরা।

সাদিয়া আক্তার মীমে ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাড়ি বগুড়া জেলায়। ২ জুলাই পারিবারিকভাবে জয়পুরহাট জেলার সাজেদ সাজুর সাথে বিয়ে হবে তার। মীমের বিয়েকে স্মরণীয় করে রাখতে ক্যাম্পাসে নিজ বিভাগেই গায়ে হলুদের আয়োজন করেছেন বন্ধুরা।

এদিন বিকেল ৫টা থেকেই অ্যানিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন বিভাগের করিডরে জড়ো হতে থাকেন মীমের সহপাঠীরা। অ্যাকাডেমিক ভবনের ১১৫ নম্বর রুমে নিজ ক্লাসরুমে তারা তৈরি করেন গায়ে হলুদের মঞ্চ।

চিরাচরিত গায়ে হলুদের নিয়মেই কাঁচা হলুদ মাখিয়ে সম্পন্ন করা হয় সকল আনুষ্ঠানিকতা। হলুদ সন্ধ্যায় মীমের নিজ বিভাগের বন্ধু ও সিনিয়রসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।

এসময় মীমের গায়ে বন্ধুদের আলতো করে হলুদ লাগিয়ে দেয়া, গান, নাচ- সব মিলিয়ে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

আরও পড়ুন: ক্যাম্পাসেই গায়ে হলুদ বেরোবি ছাত্রীর, ২১ ডিসেম্বর বিয়ে

ক্যাম্পাসে ব্যতিক্রমী এ আয়োজন নিয়ে মীমের সহপাঠীরা বলেন, ‘পরীক্ষায় ব্যস্ততার মধ্যেই হঠাৎ এই আয়োজন। আবহাওয়া খারাপ হওয়ার জন্য আমরা ক্লাসরুমেই হলুদ সন্ধ্যার আয়োজন করেছি। ঈদের ছুটির কারণে আমরা মীমের বিয়েতে উপস্থিত থাকতে পারব না। এজন্য মীমের প্রতি আমাদের ভালোবাসাকে স্মরণীয় করে রাখতে এই আয়োজন।’

এ বিষয়ে মীম বলেন, ‘বন্ধুরা আমার জন্য এত সুন্দর আয়োজন করবে, আমি ভাবতেই পারিনি। এই বিভাগে ভর্তি হয়েছি মাত্র তিন মাস হয়েছে, এর মধ্যেই ওরা আমাকে এমন একটা সুন্দর মুহূর্ত উপহার দিল। আমি অনেক আনন্দিত এবং ওদের প্রতি কৃতজ্ঞ।’

দুই নেতাকে বহিষ্কার করল বিএনপি
  • ২৬ জানুয়ারি ২০২৬
নীলফামারীতে ২৪৫৯ কোটি টাকা ব্যয়ে হচ্ছে বাংলাদেশ-চীন মৈত্রী …
  • ২৬ জানুয়ারি ২০২৬
গাইবান্ধায় পোস্টাল ব্যালটের ৪৬ বাক্সে তালা, ১২ ফেব্রুয়ারি …
  • ২৬ জানুয়ারি ২০২৬
‘হাজার বার জয় বাংলা স্লোগান দেব’ তারেক রহমানের মঞ্চে ছাত্রদ…
  • ২৬ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের ‘ইউথ পলিসি টকে’ আমন্ত্রণ পেলেন না চবি ছাত্রদল…
  • ২৬ জানুয়ারি ২০২৬
বিএনপি ক্ষমতায় আসলে ক্রিকেট বোর্ডের দুর্নীতি ও অনিয়মের সুষ্…
  • ২৬ জানুয়ারি ২০২৬