বঙ্গবন্ধু এভিয়েশন বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৩ মার্চ ২০২৩, ০৮:০৫ AM , আপডেট: ২৩ মার্চ ২০২৩, ০৮:০৫ AM
২০২২-২৩ শিক্ষাবর্ষে চারটি প্রোগ্রামে স্নাতক শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়। আগ্রহীরা ২৭ মার্চ থেকে অনলাইনে আবেদন করতে পারবেন।
যেসব প্রোগ্রামে আবেদন করা যাবে: জ্যাভিয়েশন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (এফএইটি) অনুষদের বিএসসি ইন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং (অ্যারোস্পেস), বিএসসি ইন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং (অ্যাভিয়নিক্স), বিএসসি ইন এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং (অ্যারোস্পেস) এবং বিএসসি ইন এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং (অ্যাডিয়নিক্স)।
যোগ্যতা:
১। যে সকল ছাত্র-ছাত্রী বিজ্ঞান বিভাগ হতে ২০১৯ বা ২০২০ সালের মাধ্যমিক বা তার সমমানের পরীক্ষায় এবং বিজ্ঞান বিভাগ হতে ২০২১ বা ২০২২ সালের উচ্চ মাধ্যমিক বা তার সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান-এ গ্রেড পদ্ধতিতে ৫.০০ এর স্কেলে সর্বমোট জিপিএ ৯.০০ সহ উপরোক্ত পরীক্ষাসমূহের প্রতিটিতে গ্রেড পদ্ধতিতে ৫.০০ এর স্কেলে সর্বনিম্ন জিপিএ ৪.৫০ প্রাপ্ত হয়েছেন তার আবেদন করতে পারবেন।
২। ২০১৮ সালের মে বা তার পরে জিসিই (GCE ) 'O' লেভেল এবং ২০২২ সালের নভেম্বর বা তার পূর্বে জিসিই "A" লেভেল পরীক্ষায় মোট প্রাপ্ত নম্বর ২৭.০০ প্রাপ্ত হয়েছেন, (GCE 'A' লেভেল পরীক্ষার বিষয়গুলির মধ্যে অবশ্যই গণিত, পদার্থবিদ্যা ও রসায়ন থাকতে হবে)।
৩। অথবা যেসব শিক্ষার্থীদের International Baccalaureate (IB) এর কমপক্ষে ০৬ টি বিষয়ে পাঠ্যক্রমের রেটিং (৭, ৬৫, ৪) অনুযায়ী মোট ৩০ পয়েন্ট রয়েছে (যে সকল বিষয়ে রেটিং ১, ২ বা ৩ প্রাপ্ত হয়েছেন সেগুলি পয়েন্ট গণনার জন্য বিবেচিত হবে না) শুধুমাত্র তারাই অন্যান্য শর্তপূরণ সাপেক্ষে ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণের জন্য আবেদন করতে পারবেন।
আসন সংখ্যা: প্রতিটি প্রোগ্রামে ৩০ জন করে ছাত্র/ছাত্রী ভর্তি করা হবে।
আবেদন প্রক্রিয়া: আগ্রহীরা অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে ক্লিক করুন এখানে।
আবেদন ফি: অনলাইনে যথাযথভাবে ফরম জমা দিয়ে নির্দিষ্ট এসএমএস ফরম্যাট অনুযায়ী ২০০/- টাকা ফি পরিশোধ করতে হবে। ফি জমা দেওয়ার শেষ সময় ১৮ এপ্রিল ২০২৩, মঙ্গলবার রাত ১২টা।
প্রবেশপত্র সংগ্রহ: বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত প্রাথমিকভাবে যোগ্য প্রার্থীদের ভর্তি পরীক্ষার ফি এবং প্রবেশপত্র ডাউনলোড/উত্তোলনের জন্য ৫৫০/-টাকা (এসএমএস চার্জ প্রযোজ্য) টেলিটকের মাধ্যমে প্রেরণ করতে হবে। অনলাইনে প্রবেশপত্র ডাউনলোড করবেন এখান থেকে http://bsmrau.teletalk.com.bd
আবেদনের শেষ সময়: ১৬ এপ্রিল ২০২৩, রবিবার রাত ১২টা
যোগ্য প্রার্থীদের নাম প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৩, মঙ্গলবার দুপুর ১২টা
ভর্তি পরীক্ষা: ২৬ মে ২০২৩, শুক্রবার (সকাল ০৯:৩০-১১:৩০)
কেন্দ্র: ঢাকা এবং লালমনিরহাট (ফাকল পুলিশ লাইন স্কুল এন্ড কলেজ) ০২ (দুই) টি কেন্দ্রে একযোগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
লিখিত পরীক্ষার ফল প্রকাশ: ১১ জুন ২০২৩, রবিবার