ফোন কেড়ে নিয়ে ছড়িয়ে-ছিটিয়ে থাকা খাবারের ছবি মুছে দিল ছাত্রলীগ
- বুটেক্স প্রতিনিধি
- প্রকাশ: ২৩ অক্টোবর ২০২২, ১০:১০ PM , আপডেট: ২৩ অক্টোবর ২০২২, ১০:১০ PM
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) ক্যান্টিনে ছড়িয়ে-ছিটিয়ে থাকা খাবারের ছবি সংগ্রহ করতে গিয়ে শাখা ছাত্রলীগের হাতে হেনস্তার শিকার হয়েছেন দৈনিক খোলাকাগজ পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মু. গোলাম কবীর হিমুল। রবিবার (২৩ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী হিমুল বলেন, দুপুরের খাবার খাওয়ার জন্যে ক্যান্টিনে গেলে সেখানে সব খাবার ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখে ছবি নেই। বিষয়টি ছাত্রলীগকর্মী রুম্মান শাহরিয়ার শুভ সংগঠনটির সাবেক কমিটির উপ-প্রচার সম্পাদক শামসুর রহমান অন্তরকে জানালে সে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে।
‘‘অকথ্য ভাষা ব্যবহারের পর এক পর্যায়ে সে আমাকে মারধর করতে তেড়ে আসে। পরে তারা দুজনে (শুভ ও অন্তর) মিলে আমার ফোনে তোলা ছড়িয়ে-ছিটিয়ে থাকা খাবারের ছবি মুছে দেয়’’।
আরও পড়ুন: বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণায় জোর দিতে হবে: প্রতিমন্ত্রী
হিমুল বলেন, আজ বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম চালু থাকায় প্রক্টরের কাছে অভিযোগ দেয়া সম্ভব হয়নি। বিষয়টি নিয়ে তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর অভিযোগের চেষ্টা করছেন।
এদিকে, এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর এ. কে. এম আশিকুর রহমান মজুমদার বলেন, বিষয়টি আমরা জানি না, তবে লিখিত অভিযোগ দিলে আমরা খতিয়ে দেখবো।
শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ জয় বলেন, আমরা কখনোই কারোর সঙ্গে খারাপ ব্যবহার করার অনুমতি দেই না। বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
শাখা ছাত্রলীগের সভাপতি বলেন, বিষয়টি আমি মাত্র শুনেছি। আর খাবার ফেলানো কোনভাবেই ভালো কাজ নয়। এই ছবি নিতে গিয়ে কারো প্রতি অশোভন আচরণও কোনোভাবে কাম্য নয়। ঘটনাটি কি কারণে হয়েছে আমরা সংগঠন থেকে তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নেব।