বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণায় জোর দিতে হবে: প্রতিমন্ত্রী

২২ অক্টোবর ২০২২, ১০:৪৭ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১১:৪৭ AM
বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী

বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী © সংগৃহীত

বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেছেন, দেশকে এগিয়ে নিয়ে যেতে গবেষণার বিকল্প নেই। গবেষণা এবং উদ্ভাবন যে কোন দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশ্ববিদ্যালয়ের গবেষকরা গবেষণা করলেই দেশ এগিয়ে যাবে।

শনিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মিলনায়তনে ফিজিক্যাল সায়েন্সস অনুষদের উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী এক আন্তর্জাতিক সম্মেলনের সমাপনীতে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, শাবিপ্রবিতে অনেক গবেষণা হচ্ছে। আর বিশ্ববিদ্যালয়ের গবেষকদের গবেষণার মাধ্যমে দেশের সমস্যা-সম্ভাবনা গুলো উঠে আসবে। তাই বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণার প্রতি আরো জোর দেওয়ার আহ্বান জানান প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক তৌওফিক ইসলাম খানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন ও শাবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম।

আরও পড়ুন: ঢাবি শিক্ষককে পাঠদান কার্যক্রম থেকে অব্যাহতি

সম্মেলনের সারসংক্ষেপ উপস্থান করেন আহ্বায়ক কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মিজানুর রহমান খান।এতে সমাপনী বক্তব্য রাখেন সম্মেলনের আহ্বায়ক অধ্যাপক ড. রাশেদ তালুকদার। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সম্মেলনের আহ্বায়ক কমিটির সদস্যরা জানান, এ সম্মেলনে জাপান, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও জার্মানিসহ বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকরা ২২৯টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেছেন।

ফিজিক্যাল সায়ন্সেস অনুষদের অধীনে ছয়টি ডিসিপ্লিন রয়েছে। এর মধ্যে রয়েছে রসায়ন, গণিত, সমুদ্র বিজ্ঞান, ভূগোল ও পরিবেশ, পরিসংখ্যান ও পদার্থবিজ্ঞান। এই ছয়টির পৃথক পৃথক ভাবে দিনব্যাপী সেশন হয়েছে।

লন্ডনে ট্রাক চাপায় প্রাণ গেল বাংলাদেশি শিক্ষার্থীর
  • ২১ জানুয়ারি ২০২৬
লুইস সুয়ারেসের জোড়া গোলে পিএসজিকে হারাল স্পোর্তিং সিপি
  • ২১ জানুয়ারি ২০২৬
ভর্তি পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণ শুরু আজ, গুনতে হবে ফি
  • ২১ জানুয়ারি ২০২৬
ছন্দ হারিয়েছে ম্যানসিটি, চ্যাম্পিয়ন্স লিগে লজ্জাজনক হার
  • ২১ জানুয়ারি ২০২৬
দল বেঁধে জুলাই স্মৃতি জাদুঘরে যাওয়ার আহ্বান প্রধান উপদেষ্টা…
  • ২১ জানুয়ারি ২০২৬
চ্যাম্পিয়ন্স লিগে মোনাকোকে গোল বন্যায় ভাসাল রিয়াল মাদ্রিদ
  • ২১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9