‘টেকনোলজির ওপর আরও বেশি গবেষণার আহ্বান’

২৪ সেপ্টেম্বর ২০২২, ০৩:৪৪ PM
আন্তর্জাতিক কনফারেন্স

আন্তর্জাতিক কনফারেন্স © সংগৃহীত

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, ‘যুগের সঙ্গে তাল মিলিয়ে আমাদের গবেষণার ধরনের পরিবর্তন এসেছে। আমি বিশ্ববিদ্যালয়গুলোকে স্পেশাল স্কিল ডেভেলপমেন্টের জন্য সার্টিফিকেট কোর্স চালুর অনুরোধ করব যাতে আমাদের তরুণ গবেষকরা গবেষণার ব্যাপক সুযোগ পায়।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) তিন দিনব্যাপী আন্তর্জাতিক মেশিন ইন্টেলিজেন্স কনফারেন্স অনুষ্ঠানের ভার্চুয়ালি উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, আমাদের অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে আরও গবেষণা দরকার। আমাদের গবেষকরা এরই মধ্যে অনেক চমকপ্রদ গবেষণা করছে। শিল্পবিপ্লবে টিকে থাকতে হলে টেকনোলজির ওপর আরও বেশি গবেষণার আহ্বান জানান তিনি।

নোবিপ্রবি উপাচার্য ও কনফারেন্সের প্রধান পৃষ্ঠপোষক প্রফেসর ড. মো. দিদার-উল-আলম বলেন, ‘মেশিন ইন্টেলিজেন্স অ্যান্ড ইমার্জিং টেকনোলজিস শীর্ষক আন্তর্জাতিক এই কনফারেন্সে পৃথিবীর বিভিন্ন দেশের গবেষক, শিক্ষাবিদ এবং বিজ্ঞানীরা তাদের গবেষণা প্রবন্ধ তুলে ধরবেন, যা আমাদের গবেষণা ক্ষেত্রকে আরও সমৃদ্ধ করবে বলে আমি বিশ্বাস করি। নোবিপ্রবিতে প্রথমবারের মতো আয়োজিত এ কনফারেন্সের সফলতা কামনা করছি এবং আয়োজনের সঙ্গে জড়িত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।’

বিশ্ববিদ্যালয়ের পাঁচটি বিভাগ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি) যৌথভাবে ‘মেশিন ইন্টেলিজেন্স অ্যান্ড ইমার্জিং টেকনোলজি’ শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্সের আয়োজন করেছে। বিভাগগুলো হলো- ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস (এমআইএস) বিভাগ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (সিএসটিই) বিভাগ, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগ, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (আইসিই) বিভাগ এবং পরিসংখ্যান বিভাগ।

কনফারেন্সে দেশ-বিদেশের বিখ্যাত বিশ্ববিদ্যালয় এবং প্রতিষ্ঠানের গবেষকরা তাদের কি-নোট বক্তব্য এবং প্রবন্ধ উপস্থাপন করবেন। অনুষ্ঠানের ইভেন্টগুলোর মধ্যে রয়েছে টিউটোরিয়ালস, ওয়ার্কশপস, প্যানেলস, ইন্ডাস্ট্রিয়াল সেশন ও প্রজেক্ট শোকাস্টিং। এখানে টেকনিক্যাল ট্র্যাকস হিসেবে থাকছে মেশিন লার্নিং অ্যান্ড কগনিটিভ কম্পিউটিং, ইনফরশেন সিস্টেমস, সেনসিং অ্যান্ড সিকিউরিটি, ইমেজিং, অ্যানালিটিকস অ্যান্ড কম্পিউটিং। পাবলিকেশন পার্টনার হিসেবে থাকছে স্প্রিঞ্জার ও টেইলার্স অ্যান্ড ফ্রান্সিস।

আরও পড়ুনঃ খসে পড়ছে আস্তরণ, ঝুঁকিতে নোবিপ্রবির প্রশাসনিক ভবনের কার্যক্রম

কনফারেন্সে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. সাজ্জাদ হোসেন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কনফারেন্সের প্রধান পৃষ্ঠপোষক প্রফেসর ড. মো. দিদার উল আলম, উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আব্দুল বাকী ও কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন।

‘মেশিন ইন্টেলিজেন্স অ্যান্ড ইমার্জিং টেকনোলজি’ শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্সটি চলবে তিন দিনব্যাপী। অনুষ্ঠানে অর্গানাইজিং চেয়ার ছিলেন সহকারী অধ্যাপক শাহরিয়ার সেতু ও পাবলিসিটি চেয়ার ছিলেন সহকারী অধ্যাপক মুহাম্মদ আব্দুস সালাম।

আনসার ব্যাটালিয়ন অফিস কমপাউন্ডে ককটেল বিস্ফোরণ
  • ৩১ জানুয়ারি ২০২৬
সরকারের ঋণ নিয়ে ঢাবি অধ্যাপকের ছড়ানো তথ্য সঠিক নয়
  • ৩১ জানুয়ারি ২০২৬
‘নির্ধারিত সময়ের আগে সরকারি বাসা ছেড়েও মিডিয়া ট্রায়ালের শিক…
  • ৩১ জানুয়ারি ২০২৬
শেরপুরে সেই জামায়াত নেতা হত্যার ঘটনায় মামলা
  • ৩১ জানুয়ারি ২০২৬
‘শহীদের মায়ের আবেগকে অবমাননা অমানবিক ও নিন্দনীয়’
  • ৩১ জানুয়ারি ২০২৬
জুলাইয়ে শহীদ সাংবাদিক মেহেদির বাবাকে মারধর, অভিযোগ বিএনপির …
  • ৩১ জানুয়ারি ২০২৬