‘শিক্ষার্থীদের মেধা-মননকে নষ্ট করে দিচ্ছে অটো প্রমোশন’

২০ জুন ২০২১, ১১:১২ PM
ওয়ার্কার্স পার্টির মিলায়তনের সভায়

ওয়ার্কার্স পার্টির মিলায়তনের সভায় © সংগৃহীত

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্তকে আত্মঘাতী, ও চরম অদূরদর্শী বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি সাইফুল হক। তিনি বলেছেন, সরকারের এই হঠকারী সিদ্ধান্তের কারণে গোটা একটি প্রজন্মের ভবিষ্যত ধ্বংস হয়ে যাচ্ছে। আজ রবিবার (২০ জুন) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মিলায়তনে এক সভায় এসব কথা বলেন তিনি। 

রাজনৈতিক বিবেচনা পরিহার করে পরিকল্পিতভাবে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার আহবান জানিয়ে সাইফুল হক বলেন, অটো প্রমোশনের বর্তমান ধারা শিক্ষার্থীদের মেধা-মননকে নষ্ট করে দিচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় লক্ষ লক্ষ শিক্ষার্থীর শিক্ষাজীবনের ইতি ঘটছে।  

করোনা দুর্যোগের গত দেড় বছরে সরকার শিক্ষার্থী ও শিক্ষার্থীদের পরিবারের পাশে ন্যূনতম আর্থিক সহায়তা নিয়ে দাঁড়াতে পারেনি বলে দাবি করে এই নেতা প্রশ্ন রাখেন, সমস্ত কিছু খুলে দেওয়ার পর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার যুক্তি কোথায়? সরকারের কর্মকাণ্ড দেখে মনে হয় করোনার জীবাণু যেন কেবল শিক্ষাপ্রতিষ্ঠানেই আশ্রয় নিয়েছে।  

সভায় উপস্থিত ছিলেন পার্টির কেন্দ্রীয় নেতা বহ্নিশিখা জামালী, আকবর খান, শহীদুল আলম নান্নু, রাশিদা বেগম, সজীব সরকার রতন, এ্যাপোলো জামালী, সাইফুল ইসলাম, অরবিন্দু বেপারী বিন্দু, ডা. মনোয়ার হোসেন প্রমুখ।

বুয়েট ভর্তি পরীক্ষায় দ্বিতীয় আদিব পৃথু
  • ২৯ জানুয়ারি ২০২৬
বুয়েট ভর্তি পরীক্ষায় প্রথম নটরডেমের আকিফ
  • ২৯ জানুয়ারি ২০২৬
বিএনপি হামলায় জামায়াত নেতা নিহতের প্রতিবাদে চবিতে শিবিরের ব…
  • ২৯ জানুয়ারি ২০২৬
শেরপুরে বিএনপির হামলায় জামায়াত নেতা খুন, মধ্যরাতে ঢাবিতে বি…
  • ২৯ জানুয়ারি ২০২৬
বুয়েটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • ২৯ জানুয়ারি ২০২৬
বিএনপি হামলায় জামায়াত নেতা নিহতের প্রতিবাদে জবিতে বিক্ষোভ
  • ২৯ জানুয়ারি ২০২৬
diuimage