প্রশাসনিক পদে নিয়োগ দেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, আবেদন নির্ধারিত ফরমে
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১০ অক্টোবর ২০২৫, ০৮:০২ PM
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানটি পরিকল্পনা ও উন্নয়ন অফিসে ৫ম ও সপ্তম গ্রেডে ২ পদে ২ কর্মকর্তা নিয়োগে ৫ অক্টোবর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ৫ নভেম্বরের মধ্যে নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়;
১. পদের নাম: উপপরিচালক;
বিভাগ: পরিকল্পনা ও উন্নয়ন অফিস;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: পঞ্চম গ্রেড (২০১৫ সালের বেতন স্কেল অনুযায়ী);
আবেদনের যোগ্যতা—
*সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি অথবা এমএসসি ডিগ্রি থাকতে হবে;
*উন্নয়ন প্রকল্প ব্যবস্থাপনায় অন্যূন ১০ বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে;
*ডিপিপি প্রণয়ন, সম্ভাব্যতা যাচাই কার্য সম্পাদন ও সরকারি অর্থায়নে সম্পাদিত নির্মাণ প্রকল্প ব্যবস্থাপনায় বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে;
আরও পড়ুন: সহকারী শিক্ষক নিয়োগ দেবে সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ, কর্মস্থল ঢাকার তেজগাঁও
২. পদের নাম: সহকারী পরিচালক;
বিভাগ: পরিকল্পনা ও উন্নয়ন অফিস;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: সপ্তম গ্রেড (২০১৫ সালের বেতন স্কেল অনুযায়ী);
আবেদনের যোগ্যতা—
*সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি অথবা এমএসসি ডিগ্রি থাকতে হবে;
*সরকারি, আধা সরকারি অথবা স্বায়ত্তশাসিত বেসরকারি সংস্থায় পরিকল্পনা ও উন্নয়নসংক্রান্ত নীতিমালার বিষয়ে ন্যূনতম ৫ বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে;
*সংশ্লিষ্ট সফটওয়্যার ব্যবহার করে প্রকল্প প্রস্তাব তৈরি, বাস্তবায়ন ও আর্থিক পরিকল্পনা প্রণয়নের কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে;
আরও পড়ুন: শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নেবে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, পদ ৪৪, আবেদন সরাসরি-ডাকযোগে
আবেদন যেভাবে—
রেজিস্ট্রার অফিস থেকে অথবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোডের মাধ্যমে নির্ধারিত ফরম সংগ্রহ করতে পারবেন;
আবেদন ফি—
আবেদন ফি বাবদ ৫০০ টাকা (অগ্রণী বা জনতা ব্যাংকের মাধ্যমে) জমা দিতে হবে;
আবেদনের শেষ সময়: আগামী ৫ নভেম্বর ২০২৫ (বিকেল ৩টা ৩০ মিনিটি);
আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট