৭৪ কর্মী নিয়োগে আবেদন চলছে পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে © সংগৃহীত
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের অধীন পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়। প্রতিষ্ঠানটি জেলার ইউনিয়ন পরিষদগুলোতে ‘হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর’ পদে ১৬তম গ্রেডে ৭৪ কর্মী নিয়োগে ৮ অক্টোবর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীদের আগামী ২৬ অক্টোবরের মধ্যে নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।
প্রতিষ্ঠানের নাম: জেলা প্রশাসকের কার্যালয়, পটুয়াখালী;
পদের নাম: হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর;
পদসংখ্যা: ৭৪টি;
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);
আরও পড়ুন: গণপূর্ত অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ৬৬৯, আবেদন এইচএসসি-এসএসসি পাসেও
আবেদনের যোগ্যতা—
*বাণিজ্য বিভাগে অন্যূন দ্বিতীয় বিভাগ অথবা সমমানের জিপিএতে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;
*কম্পিউটার টাইপিংয়ে গতি প্রতি মিনিটে বাংলায় ন্যূনতম ২০ ও ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে;
প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (২২ অক্টোবর ২০২৫ তারিখে);
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্ধারিত আবেদন ফরমে পটুয়াখালী জেলা প্রশাসক বরাবর আবেদন করতে হবে। আবেদন ফরম ও লিখিত পরীক্ষার প্রবেশপত্রের নমুনা কপি পটুয়াখালী জেলার এই ওয়েবসাইটের নোটিশ বোর্ড থেকে ডাউনলোড করতে পারবেন;
আবেদন ফি—
আবেদন ফি বাবদ ৪০০ টাকা সমমূল্যের পে-অর্ডার/ডিডি ‘জেলা প্রশাসক, পটুয়াখালী’–এর অনুকূলে রূপালী ব্যাংক লিমিটেডের যেকোনো শাখা হতে ইস্যু করতে হবে এবং টাকা জমা দেওয়ার রশিদ অবশ্যই আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে;
আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়—
জেলা প্রশাসক, পটুয়াখালী বরাবর আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনপত্র অবশ্যই ডাকযোগে পাঠাতে হবে। সরাসরি বা কুরিয়ার সার্ভিস অথবা হাতে হাতে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। প্রবেশপত্র পেতে ১০ টাকার ডাকটিকিট-সংবলিত ১০ ইঞ্চি * ৪.৫ ইঞ্চি সাইজের একটি ফেরত খাম আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করে পাঠাতে হবে;
আবেদনের শেষ তারিখ: আগামী ২৬ অক্টোবর ২০২৫ (অফিস চলাকালীন);
আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন।
সূত্র: পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট