মার্চ থেকে পুরোপুরি শ্রেণি কার্যক্রম শুরু: শিক্ষামন্ত্রী

২৫ ডিসেম্বর ২০২১, ০৬:১৮ PM
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি © ফাইল ফটো

করোনাভাইরাসের পরিস্থিতি বুঝে মার্চে পুরোপুরি শ্রেণি কার্যক্রম চালুর বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শনিবার (২৫ ডিসেম্বর) বিকালে শিক্ষামন্ত্রী এই কথা জানিয়েছেন।

এর আগে, গত বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) রাজধানীর মাতুয়াইলের পাঠ্যপুস্তক ছাপাখানায় কাজের অগ্রগতি পরিদর্শনকালেও এ বিষয়ে কথা বলেছেন শিক্ষামন্ত্রী।

আরও পড়ুন: মার্চ পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে স্বল্প পরিসরে ক্লাস: শিক্ষামন্ত্রী

এসময় শিক্ষামন্ত্রী জানান, নতুন শিক্ষাবর্ষের প্রথম থেকেই পুরোপুরি শ্রেণি কার্যক্রম শুরু হলেও আগের মতোই স্বল্প পরিসরে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান করানো হবে। আগামী মার্চ পর্যন্ত যদি সংক্রমণ আর না বাড়ে, তারপর থেকে স্বাভাবিকভাবে কার্যক্রম চলতে পারে।

তিনি বলেন, আগামী বছর থেকে প্রথম থেকে ষষ্ঠ শ্রেণিতে পাইলটিং কার্যক্রম হিসেবে নতুন কারিকুলাম শুরু করা হবে। এজন্য সারাদেশের ১০০টি স্কুলে এ কার্যক্রম শুরুর সিদ্ধান্ত থাকলেও সেটি কমিয়ে ৬০টি স্কুল নির্বাচন করা হয়েছে। ওই প্রতিষ্ঠানগুলোতে নতুন কারিকুলাম পড়ানো হবে।

আরও পড়ুন: জানুয়ারির প্রথম দিন বই উৎসব হবে না: শিক্ষামন্ত্রী

দেড় বছর পর করোনার ছুটি শেষে গত ১২ সেপ্টেম্বর (রোববার) থেকে সীমিত পরিসরে সশরীরে শুরু হয়েছে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদান।

এদিকে, সীমিত পরিসরে ক্লাস চললেও চলতি বছরের ন্যায় আগামী বছরও বই উৎসচ হচ্ছে না। তবে নির্ধারিত সময়ের মধ্যে স্বল্প সংখ্যক বই বিদ্যালয়ে পৌঁছে যাবে। পরবর্তীতে বাকি বই পাঠানো হবে।

শিক্ষামন্ত্রী বলেন, প্রাথমিকের প্রায় সব বই জেলা পর্যায়ে পৌঁছে যাচ্ছে। মাধ্যমিকের ২১ কোটি বই বাঁধাই হয়ে গেছে, বাকি ১৭ কোটিং বেশি বই সরবরাহ করা হয়েছে। আগামী তিন-চার দিনের মধ্যে সব বই বাধাই কাজ শেষ হবে। এরপর স্কুল পর্যায়ে তা পাঠিয়ে দেওয়া হবে।

বিএনপিতে যুক্ত হয়েছি মানে এই নয় যে, তাদের সব সিদ্ধান্তে ‘জি…
  • ২৩ জানুয়ারি ২০২৬
প্রাথমিকে নিয়োগের ভাইভা শুরুর তারিখ জানাল অধিদপ্তর
  • ২৩ জানুয়ারি ২০২৬
কেরানীগঞ্জে বিএনপি নেতাকে গুলি
  • ২৩ জানুয়ারি ২০২৬
দুর্নীতি-দুঃশাসনের সঙ্গে সম্পর্ককারীদের প্রত্যাখ্যান করুন: …
  • ২২ জানুয়ারি ২০২৬
দোষারোপ করতে না চেয়েও এক অপরকে ‘খোঁচা’ দিয়ে প্রচারণা শুরু …
  • ২২ জানুয়ারি ২০২৬
আনোয়ারা থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের আঙিনায়, স্বপ্ন ছুঁলেন এ…
  • ২২ জানুয়ারি ২০২৬