এসএসসি-এইচএসসি
বার্ষিক পরীক্ষা হচ্ছে না, অ্যাসাইনমেন্টে মূল্যায়ন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২১, ০৪:৪০ PM , আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২১, ০৫:৩৬ PM
চলতি বছরের এসএসসি ও এইচএসসির বার্ষিক পরীক্ষা হচ্ছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, অ্যাসাইমেন্টের মাধ্যমে এসব শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে।
আজ রবিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক শেষে গণমাধ্যমের কাছে এ তথ্য জানান তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, আমরা আশা করছি এবং ফিল্ড থেকে যে তথ্য পাচ্ছি সেটার ভিত্তিতে বলা যায়, এবারে যারা এসএসসি-এইচএসসি দেবেন তাদের যেহেতু সংক্ষিপ্ত সিলেবাস পড়ানো শেষ হয়েছে তাদের অ্যাসাইন্টমেন্টের মাধ্যমে মূল্যায়ন হবে।
তিনি বলেন, অনেকখানি যেহেতু পড়ানো হয়ে গেছে তাদের হয়াতো এখন কয়েক সপ্তাহ পড়ানোর পর তাদের আর ক্লাস নাও করানো হতে পারে। সেক্ষেত্রে যখন থেকে তাদের আর ক্লাস করাতে হবে না তখন থেকে ক্লাস টেনের সঙ্গে সঙ্গে ক্লাস নাইন এবং দ্বাদশ-একাদশের শিক্ষার্থীরা প্রতিদিন ক্লাস করবে।