শিক্ষার্থী ভর্তিতে ডোপ টেস্টের সুপারিশ বাস্তবায়নের নির্দেশ মন্ত্রণালয়ের

০৯ জুন ২০২১, ০৭:৫৭ PM
শিক্ষার্থী ও ডোপ টেস্ট

শিক্ষার্থী ও ডোপ টেস্ট © ফাইল ফটো

দেশের সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় ও স্কুল-কলেজে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে ডোপ টেস্টের সুপারিশ বাস্তবায়নের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শুধু ভর্তির সময়ই নয়, শিক্ষার্থী ভর্তি হওয়ার নির্দিষ্ট সময় পর পুনঃরায় শিক্ষার্থীদের ডোপ টেস্ট করারও নির্দেশ দেয়া হয়েছে।

তথ্যমতে, গত ১৭ ফেব্রুয়ারি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের সভাপতিত্বে মন্ত্রীপরিষদের আইনশৃঙ্খলা সংক্রান্ত সভায় শিক্ষার্থী ভর্তিতে ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হয়। বৈঠকে নেয়া সিদ্ধান্তের কথা চিঠির মাধ্যমে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব ও কারিগরি ও মাদ্রাসা শিক্ষা সচিবকে গত ১১ জুন জানানো হয়। এর গত ২৪ মে মন্ত্রী পরিষদের নেয়া সিদ্ধান্তের অগ্রগতি জানতে চেয়ে চিঠি পাঠানো হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে পাঠানো চিঠির পরিপ্রেক্ষিতে  ডোপ টেস্ট বাধ্যতামূলক বাস্তবায়নে গত ৩১ মে চিঠি জারি করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। চিঠিতে স্বাক্ষর করেছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব ইছমত উল্লাহ। আর কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে ডোপ টেস্ট বাধ্যতামূলকের আদেশ জারি হয় গত ৪ জুন।

চিঠিতে বলা হয়েছে, সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তির সময় ডোপ টেস্ট বাধ্যতামূলক করতে হবে। এছাড়া শিক্ষার্থী ভর্তির পর নির্দিষ্ট সময় পর পর তা পুনরায় পরীক্ষা করতে হবে। ডোপ টেস্টের অগ্রগতির প্রতিবেদন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে (মাউশি) জানাতে বলা হয়েছে।

মায়ের কোল থেকে দুধের শিশুকে ছিনিয়ে কুয়োয় ফেলে দিল বাঁদর
  • ২৪ জানুয়ারি ২০২৬
সুস্থ হয়ে গণসংযোগে যোগ দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
  • ২৪ জানুয়ারি ২০২৬
রাতে চট্টগ্রাম যাচ্ছেন তারেক রহমান, আগামীকাল পলোগ্রাউন্ডে জ…
  • ২৪ জানুয়ারি ২০২৬
৫০ পর্যন্ত লিখতে না পারায় ৪ বছরের মেয়েকে পিটুনি বাবার, গেল …
  • ২৪ জানুয়ারি ২০২৬
চাঁদাবাজি ও দখল-বাণিজ্যের বিরোধেই স্বেচ্ছাসেবক দল নেতা মুছা…
  • ২৪ জানুয়ারি ২০২৬
রাবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ, প্রশ্ন দেখুন
  • ২৪ জানুয়ারি ২০২৬