স্কুল-কলেজ খোলা নিয়ে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক চলছে

২৭ ফেব্রুয়ারি ২০২১, ০৬:১৮ PM
প্রতীকী

প্রতীকী

স্কুল-কলেজ খোলার বিষয়ে সিদ্ধান্ত নিতে ৬ মন্ত্রণালয়ের বৈঠক শুরু হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে আজ শনিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় এই বৈঠক শুরু হয়। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির এতে সভাপতিত্ব করছেন।

মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব (মাঠ প্রশাসন সংযোগ অধিশাখা) মো. শাফায়াত মাহবুব চৌধুরী জানান, বৈঠকে কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এবং শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর উপস্থিত রয়েছেন।

বৈঠকটি বেলা তিনটায় হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে সন্ধ্যা সাড়ে ৬টায় নির্ধারণ করা হয়েছে। এর আগে সোমবার (২২ ফেব্রুয়ারি) মন্ত্রিসভার বৈঠকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পরিবেশ পর্যালোচনা করতে শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

একইদিনে শিক্ষামন্ত্রী জরুরি সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, সব বিশ্ববিদ্যালয়ের শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে ঈদের পর ২৪ মে থেকে। এ অবস্থায় স্কুল-কলেজ কবে খুলবে, সেটি জানার আগ্রহ সংশ্লিষ্টদের। কারণ, সর্বশেষ ঘোষণা অনুযায়ী ছুটি আছে আগামীকাল রবিবার পর্যন্ত।

সেলস অফিসার নিয়োগ দেবে স্কয়ার ফুড, আবেদন শেষ ৩১ জানুয়ারি
  • ২৪ জানুয়ারি ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের দিয়ে ‘ধানের শীষ’ স্লোগান, …
  • ২৪ জানুয়ারি ২০২৬
ভর্তি পরীক্ষায় বাইক সার্ভিস দেবে ছাত্রদল
  • ২৪ জানুয়ারি ২০২৬
সিনিয়র অফিসার নিয়োগ দেবে ব্যাংক এশিয়া, কর্মস্থল ঢাকা
  • ২৪ জানুয়ারি ২০২৬
জামায়াত জোটে যোগ দিচ্ছে মাহামুদুর রহমান মান্নার নাগরিক ঐক্য?
  • ২৪ জানুয়ারি ২০২৬
রুয়েট সংলগ্ন ফ্লাইওভারে রাবি শিক্ষার্থীদের হেনস্তা ও ছিনতাই…
  • ২৪ জানুয়ারি ২০২৬