পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনার্স-মাস্টার্স পড়তে পারবেন পলিটেকনিক শিক্ষার্থীরা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২১, ০৭:৪৭ PM , আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২১, ০৭:৪৭ PM
দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে পলিটেকনিক শিক্ষার্থীদের পড়ালেখার সুযোগ করে দিতে উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সম্প্রতি এ সংক্রান্ত একটি চিঠি দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
ওই সূত্র জানায়, পলিটেকনিক থেকে ডিপ্লোমা পাস করা ছাত্র-ছাত্রীদের যেন প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ দেয়া হয় সেজন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের চিঠি পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করতে বলা হয়েছে।
এ প্রসঙ্গে জানতে চাইলে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি গণমাধ্যমকে বলেন, শিক্ষার্থীরা যে প্রতিষ্ঠান থেকেই পাস করুক না কেন, তারা যেন পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে সুযোগ পায় সেজন্য বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের চিঠি দেয়া হয়েছে।