পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনার্স-মাস্টার্স পড়তে পারবেন পলিটেকনিক শিক্ষার্থীরা

২৫ ফেব্রুয়ারি ২০২১, ০৭:৪৭ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ফটো

দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে পলিটেকনিক শিক্ষার্থীদের পড়ালেখার সুযোগ করে দিতে উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সম্প্রতি এ সংক্রান্ত একটি চিঠি দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

ওই সূত্র জানায়, পলিটেকনিক থেকে ডিপ্লোমা পাস করা ছাত্র-ছাত্রীদের যেন প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ দেয়া হয় সেজন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের চিঠি পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করতে বলা হয়েছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি গণমাধ্যমকে বলেন, শিক্ষার্থীরা যে প্রতিষ্ঠান থেকেই পাস করুক না কেন, তারা যেন পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে সুযোগ পায় সেজন্য বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের চিঠি দেয়া হয়েছে।

সেলস অফিসার নিয়োগ দেবে স্কয়ার ফুড, আবেদন শেষ ৩১ জানুয়ারি
  • ২৪ জানুয়ারি ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের দিয়ে ‘ধানের শীষ’ স্লোগান, …
  • ২৪ জানুয়ারি ২০২৬
ভর্তি পরীক্ষায় বাইক সার্ভিস দেবে ছাত্রদল
  • ২৪ জানুয়ারি ২০২৬
সিনিয়র অফিসার নিয়োগ দেবে ব্যাংক এশিয়া, কর্মস্থল ঢাকা
  • ২৪ জানুয়ারি ২০২৬
জামায়াত জোটে যোগ দিচ্ছে মাহামুদুর রহমান মান্নার নাগরিক ঐক্য?
  • ২৪ জানুয়ারি ২০২৬
রুয়েট সংলগ্ন ফ্লাইওভারে রাবি শিক্ষার্থীদের হেনস্তা ও ছিনতাই…
  • ২৪ জানুয়ারি ২০২৬