বিদ্যানন্দের ভাঙা কিচেনে ছুটে গেলেন শিক্ষামন্ত্রী, দিলেন অনুদানও

২৮ মে ২০২০, ১০:২৪ PM
বিদ্যানন্দের রান্নাঘরে শিক্ষামন্ত্রী

বিদ্যানন্দের রান্নাঘরে শিক্ষামন্ত্রী © সংগৃহীত

বিদ্যানন্দের কল সেন্টারে অনুদানের ইচ্ছা প্রকাশ করে নিজেই ছুটে গেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বিদ্যানন্দ জানিয়েছে ‘তিনি যে আমাদের ভাঙা কিচেনে আসবেন, প্রতিবন্ধকতা জয়ে স্বেচ্ছাসেবকদের অনুপ্রাণিত করবেন- বিশ্বাস করিনি’।

আজ বৃহস্পতিবার এক ফেসবুক পোস্টে বিদ্যানন্দ জানিয়েছে, দুঃস্থদের মাঝে যাকাত হস্তান্তর কিংবা অনুদান দেয়ার সময় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ছবি তুলতে চাননি। শেষে স্বেচ্ছাসেবকদের অনুরোধে কিছু ছবিতে সংযুক্ত হয়েছেন। বেশীরভাগ সময়ই কাটিয়েছেন স্বেচ্ছাসেবকদের মুখে গল্প শুনতে আর ব্যক্তিগত মোবাইলে কিছু ছবি তুলতে।

বিদ্যানন্দের ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও অবগত আছেন জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘ভয় কি তোমাদের, কাজ করে যাও। মানুষের কথায় কান দিও না।’

দেখুন: লাইনে দাঁড়িয়ে বাজার করলেন শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রীর কার্যক্রম নিয়ে বিদ্যানন্দ গণমাধ্যমকে বলেন, আজ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আমাদের এখানে এক একা এসেছিলেন। নিরাপত্তায় পুলিশের গাড়ি ছিলো না, সাংবাদিকেরও কোন খবর ছিলো না। দুই হাজার মানুষের আহার করানোর ইচ্ছা নিয়ে তিনি সরাসরি আমাদের রান্না ঘরে চলে গেলেন। স্বেচ্ছাসেবকদের সাথে সময় কাটালেন, চুপিসারে তার অনুদানের প্যাকেটটা দিয়ে চলে গেলেন।

বিদ্যানন্দের স্বেচ্ছাসেবকদের সঙ্গে কথা বলছেন শিক্ষামন্ত্রী

এর আগে গত সপ্তাহে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি নিরাপদ দূরত্ব বজায় রেখে লাইনে দাঁড়িয়ে বাজার করার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। ফের এ ঘটনাটিও অনেক ব্যবহারকারী শেয়ার করে প্রশংসা করেছেন।

গবেষণার পাশাপাশি কারুকার্যেও সৃজনশীলতার ছাপ রেখে চলেছে শিক্…
  • ২৫ জানুয়ারি ২০২৬
জামায়াত নেতার বক্তব্যের প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও ঢাবি প…
  • ২৫ জানুয়ারি ২০২৬
ভর্তি কার্যক্রম শুরুর তারিখ জানাল রুয়েট
  • ২৫ জানুয়ারি ২০২৬
বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দিলেন অর্ধশতাধিক নেতাকর্মী
  • ২৫ জানুয়ারি ২০২৬
ঢাবিতে ‘তারুণ্যের ভাবনায় নির্বাচনী ইশতেহার’ শীর্ষক ডায়ালগ অ…
  • ২৫ জানুয়ারি ২০২৬
ঢাকা মেডিকেলের ভবন থেকে লাফ দিয়ে তরুণীর ‘আত্মহত্যা’
  • ২৫ জানুয়ারি ২০২৬