চূড়ান্ত হলো নতুন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান (তালিকা)
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৯ এপ্রিল ২০২০, ০৫:২৬ PM , আপডেট: ২৯ এপ্রিল ২০২০, ০৭:৫০ PM
করোনাভাইরাসের কারণে ঘোষিত ছুটির মধ্যেই নতুন চূড়ান্ত এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করা হয়েছে। আজ বুধবার (২৯ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ওয়েবসাইটে এসব প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করা হয়।
ফলে চলতি অর্থবছরেই তাদের বেতন-ভাতাদি পাওয়ার সুযোগ তৈরি হয়েছে বলে জানা গেছে। চূড়ান্ত তালিকায় নিম্ন মাধ্যমিক বিদ্যালয় রয়েছে ৪৩০টি। এছাড়া মাধ্যমিক বিদ্যালয় রয়েছে ৯৯১টি। এছাড়া ডিগ্রি কলেজ ৫২টি, কলেজ ৯২টি, স্কুল অ্যান্ড কলেজ ৬৮টি রয়েছে।
চূড়ান্ত এসব প্রতিষ্ঠান ও এর শিক্ষক-কর্মচারীদের বেতন ভাতা প্রদানের লক্ষ্যে কোড প্রদানসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকে নির্দেশ দেয়া হয়েছে।এখন তাদের ২০১৯ সালের ১ জুলাই থেকে বেতন-ভাতা কার্যকর হবে বলে এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এদিকে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা চূড়ান্ত করতে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে। করোনার ছুটি শেষ হলে নতুন এমপিও প্রতিষ্ঠান ও শিক্ষক-কর্মচারীরা কোড পাবেন বলে এর আগে শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছিল। সে লক্ষ্যে সব প্রস্তুতি নিতে নির্দেশনা দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়।
মন্ত্রণালয় সূত্র জানায়, গত অক্টোবরে এমপিওভুক্ত হওয়া দুই হাজার ৭৩৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা দিতে কাজ শুরু করে মন্ত্রণালয়ের কর্মকর্তারা। এর যাচাই-বাছাই ছুটির মধ্যেই শেষ করা হয়েছে। মন্ত্রণালয়ের নির্দেশনা বাস্তবায়নে ছুটির মধ্যেই যাচাই-বাছাইয়ের কাজ করেন সংশ্লিষ্টরা। প্রক্রিয়া চূড়ান্ত হলে এ ঘোষণা দেয়া হলো। এ তালিকা প্রকাশের ফলে চলতি অর্থবছরের বাজেট থেকে শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা দেওয়া সম্ভব হতে পারে বলে জানা গেছে।
গত বছর ২৩ অক্টোবর দুই হাজার ৭৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করে শিক্ষা মন্ত্রণালয়। পরে ১২ নভেম্বর ছয়টি এবং ১৪ নভেম্বর আরও একটি প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়। এসব শিক্ষা শিক্ষক-কর্মচারীদের গত বছরের জুলাই থেকে বেতন-ভাতা পাওয়ার কথা। কিন্তু বেতন-ভাতা দেওয়ার নির্দেশনা শুরুতে দেয়নি শিক্ষা মন্ত্রণালয়।
চূড়ান্ত এসব প্রতিষ্ঠানের তালিকা নিচে দেয়া হলো-
ডিগ্রী পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের অনুকূলে এমপিও তালিকা দেখতে এখানে ক্লিক করুন।
কলেজ পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের অনুকূলে এমপিও তালিকা দেখতে এখানে ক্লিক করুন।
স্কুল এন্ড কলেজ পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের অনুকূলে এমপিও তালিকা দেখতে দেখতে এখানে ক্লিক করুন।
মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের অনুকূলে এমপিও তালিকা দেখতে এখানে ক্লিক করুন।
নিম্ন-মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের অনুকূলে এমপিও তালিকা দেখতে এখানে ক্লিক করুন।