বদলির সংশোধিত নীতিমালা জারি নিয়ে সুখবর দিল শিক্ষা মন্ত্রণালয়

০৫ জানুয়ারি ২০২৬, ০৪:৩৯ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ছবি

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলির সংশোধিত ফাইল অনুমোদনের ফের তোলা হয়েছে। চলতি জানুয়ারি মাসের মধ্যেই সংশোধিত বদলি নীতিমালা জারি করবে শিক্ষা মন্ত্রণালয়।

সোমবার (০৫ জানুয়ারি) মন্ত্রণালয়ের র মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একটি সূত্র জানিয়েছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত ইনডেক্সধারী সব শিক্ষককে বদলি নীতিমালার আওতায় নিয়ে আসতে নীতিমালা সংশোধন করেছে শিক্ষা মন্ত্রণালয়। এ নীতিমালা জারির পূর্বে বিভাগের সচিব রেহানা পারভীনের চূড়ান্ত অনুমোদন নিতে হবে। এজন্য ফাইল তুলেছে বেসরকারি মাধ্যমিক শাখা।

নাম অপ্রকাশিত রাখার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘সংশোধিত বদলি নীতিমালা শিগগিরই জারি করা হবে। আমরা ফাইল তুলেছি। আগামী ২০ জানুয়ারির মধ্যে নীতিমালা জারি করা হবে। এরপর সফটওয়্যার তৈরি শেষ হলে শিক্ষকদের বদলি কার্যক্রম শুরু হবে।’

জানা গেছে, এনটিআরসিএর সুপারিশে নিয়োগ পাওয়া শিক্ষকদের আগে বদলির কোনো সুযোগ ছিল না। প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে আবেদন করে তারা প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ পেতেন। প্রথম থেকে তৃতীয় গণবিজ্ঞপ্তি পর্যন্ত ইনডেক্সধারী শিক্ষকরা এই সুযোগ পেলেও চতুর্থ গণবিজ্ঞপ্তি থেকে শিক্ষা মন্ত্রণালয় তাদের আবেদন করার সুযোগ বন্ধ করে দেয়।

পরবর্তীতে শিক্ষকদের আন্দোলনের প্রেক্ষিতে বদলি চালুর উদ্যোগ নেয় শিক্ষা মন্ত্রণালয়। এজন্য একটি বদলি নীতিমালাও প্রণয়ন করা হয়। তবে শিক্ষকদের এক পক্ষের রিট, সফটওয়্যার প্রস্তুত না হওয়া, নীতিমালা সংশোধনসহ একাধিক কারণে এখনো বদলি কার্যক্রম শুরু হয়নি। এ অবস্থায় হতাশা ব্যক্ত করেছেন শিক্ষকরা।

হঠাৎ ঘরে আগুন, বাঁচানো গেল না ৪ মাসের নবজাতককে
  • ০৬ জানুয়ারি ২০২৬
৬০০ শীতার্ত মানুষের মাঝে রেড ক্রিসেন্টের কম্বল বিতরণ
  • ০৬ জানুয়ারি ২০২৬
আগামী ২৪ ঘণ্টায় কেমন থাকবে শীতের দাপট, জানাল অধিদপ্তর
  • ০৬ জানুয়ারি ২০২৬
দুধ দিয়ে গোসল করে বিএনপি নেতার পদত্যাগের ঘোষণা
  • ০৬ জানুয়ারি ২০২৬
শীতার্তদের মাঝে বিজিবি শীতবস্ত্র বিতরণ
  • ০৬ জানুয়ারি ২০২৬
কিশোর গ্যাংয়ের হামলায় কলেজ শিক্ষার্থী আহত
  • ০৬ জানুয়ারি ২০২৬