শর্ত পূরণ করা স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার তালিকা চাইল মন্ত্রণালয়

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ
কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ  © ফাইল ছবি

স্বতন্ত্র  ইবতেদায়ি মাদ্রাসা এমপিওভক্ত করতে তালিকা চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ। প্রথম পর্যায়ে শর্ত পূরণ করা মাদ্রাসার তালিকা আগামী ১৫ দিনের মধ্যে বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে পাঠাতে বলা হয়েছে।

সোমবার কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের উপসচিব (মাদ্রাসা-১) মো. রাহাত মান্নান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তালিকা পাঠানোর নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়েছে, ‘স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা এমপিওভুক্তকরণ বিষয়ক একটি সারসংক্ষেপ অনুমোদনের জন্য প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রেরণ করা হয়। তৎপ্রেক্ষিতে, প্রধান উপদেষ্টার কার্যালয় হতে নিম্নোক্ত সানুগ্রহ নির্দেশনা প্রদান করা হয়। (ক) প্রথম পর্যায়ে, যে সকল ইবতেদায়ী মাদ্রাসা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা স্থাপন, স্বীকৃতি, পরিচালনা, জনবল কাঠামো এবং বেতন-ভাতাদি/অনুদান সংক্রান্ত নীতিমালা, ২০১৮' এর সকল শর্তপূরণ করে, তাদের এমপিওভুক্ত করতে হবে। তবে এক্ষেত্রে জেলা প্রশাসকগণের বিস্তারিত প্রতিবেদন গ্রহণ করতে হবে। (খ) দ্বিতীয় পর্যাছে, ২০১৮ সালের নীতিমালার শর্তপূরণ সাপেক্ষে জেলা প্রশাসকগণের বিস্তারিত প্রতিবেদন গ্রহণ করে অবশিষ্ট মাদ্রাসাসমূহকে ক্রমান্বয়ে এমপিওভুক্ত করতে হবে।’

এতে আরও বলা হয়, ‘প্রথম পর্যায়ে এমপিওভুক্তকরণের নির্মিত “স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা স্থাপন, স্বীকৃতি, পরিচালনা, জনবল কাঠামো এবং বেতন-ভাতাদি/ অনুদান সংক্রান্ত নীতিমালা, ২০১৮ অনুযায়ী যে সকল অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা নীতিমালার ০৬, ০৭, ০৮ এবং ০৯ নং (শর্তাবলি পূরণ করা অপরিহার্য) অনুচ্ছেদের শর্তাবলি পূরণ করেছে সে সকল মাদ্রাসার তালিকা আগামী ১৫ (পনেরো) দিনের মধ্যে প্রতিবেদন এবং এ বিষয়ে পূর্বের প্রদানকৃত তথ্যের সাথে বর্তমান তথ্যের ব্যত্যয় হলে মন্তব্যসহ প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’


সর্বশেষ সংবাদ