বেসরকারি শিক্ষকদের শ্রান্তি বিনোদন ভাতা চালু করা কঠিন: মন্ত্রণালয়

জাতীয়করণের দাবিতে শিক্ষকদের আন্দোলন
জাতীয়করণের দাবিতে শিক্ষকদের আন্দোলন  © ফাইল ছবি

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের শ্রান্তি বিনোদন ভাতা চালু করা কঠিন বলে করছে শিক্ষা মন্ত্রণালয়। বিষয়টির আইনগত ভিত্তি এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থ বরাদ্দের ওপর নির্ভরশীল বলে করছে মন্ত্রণালয়।

বুধবার দুপুরে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্যদের সঙ্গে আলোচনায় শ্রান্তি বিনোদন ভাতার দাবি তোলেন শিক্ষক নেতারা। পরে বিষয়টি নিয়ে কথা বলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার।

নাম অপ্রকাশিত রাখার শর্তে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘শিক্ষকদের বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা বৃদ্ধির বিষয়ে আমরা ইতিবাচক। আমরা শিক্ষকদের কাছে একটি প্রস্তাবনা চেয়েছি। সেই প্রস্তাবনা পর্যালোচনা করে ভাতা বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এ ছাড়া কর্মচারীদের ভাতা বৃদ্ধির বিষয়েও সরকার ইতিবাচক।

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের শ্রান্তি বিনোদন ভাতা চালুর বিষয়ে আমরা ইতিবাচক জানিয়ে ওই কর্মকর্তা আরও বলেন, আমরা ইতিবাচক থাকলেও বিষয়টির আইনি ভিত্তি দরকার। এছাড়া অর্থ মন্ত্রণালয় অর্থ বরাদ্দ দেবে কি না সেটিও দেখতে হবে। আপাত দৃষ্টিতে শ্রান্তি বিনোদন ভাতা চালু করা কঠিন বলেই মনে হচ্ছে।

এর আগে বুধবার সকাল ৯টা থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এমপিওভুক্ত প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে কর্মসূচি পালন শুরু করেন শিক্ষকরা। তাদের কর্মসূচির কারণে প্রেস ক্লাব এলাকায় বন্ধ হয়ে যায় যান চলাচল। আন্দোলনের এক পর্যায়ে দুপুরে শিক্ষক নেতাদের ১০ সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ে প্রবেশ করেন। সেখানে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক ঘন্টারও বেশি আলোচনা হয়। পরে শিক্ষা উপদেষ্টার আশ্বাসে আন্দোলন কর্মসূচি স্থগিত ঘোষণা করে সরকারকে এক মাসের সময় বেধে দেন শিক্ষকরা।

 


সর্বশেষ সংবাদ