মাউশির দুই বিভাগের তিন কর্মকর্তার পদায়ন

মাউশি লোগো
মাউশি লোগো  © ফাইল ছবি

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের (মাউশি) মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন এবং পরিকল্পনা ও উন্নয়ন শাখায় নতুন তিন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। শিক্ষা ক্যাডারের এ কর্মকর্তাদের নিজ বেতন ও বেতনক্রমে নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে পদায়ন করা হয়েছে।

বুধবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ শাখা থেকে এ সংক্রান্ত আদেশ জারি হয়েছে। এতে স্বাক্ষর করেছেন উপসচিব মো: আ: কুদদূস।

আদেশের তথ্য অনুযায়ী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মনিটরিং ও ইভালুয়েশান উইংয়ের উপ-পরিচালক পদে নিযুক্ত হয়েছেন সহযোগী অধ্যাপক মো. ফিরোজুল ইসলাম, সহকারী পরিচালক নিযুক্ত হয়েছেন সহকারী অধ্যাপক মো. নজরুল ইসলাম। অধিদপ্তরের পরিকল্পনা ও উন্নয়ন শাখার উপ-পরিচালক পদে নিযুক্ত হয়েছেন সহযোগী অধ্যাপক মো. ফারুক আহম্মেদ। এছাড়া জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) কয়েক পদে নতুন কর্মকর্তারা নিযুক্ত হয়েছেন।


সর্বশেষ সংবাদ