মেমিস সেলে প্রবেশে কড়াকড়ি, আদেশ অমান্যে এমপিও স্থগিত
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ১০:৪১ PM , আপডেট: ২৫ জুলাই ২০২৫, ০৮:৩২ AM
মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের মেমিস সেলে প্রবেশে কড়াকড়ি আরোপ করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। এমনকি আদেশ অমান্য করলে এমপিও স্থগিতসহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথাও কঠোরভাবে উল্লেখ করা হয়েছে।
বৃহস্পতিবার অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রুবেল হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত জরুরি নির্দেশনা জারি করা হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, 'কর্তৃপক্ষের লিখিত অনুমতি ব্যতীত মাদ্রাসার প্রধান শিক্ষক-কর্মচারী ও অন্যান্য ব্যক্তিবর্গের মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মেমিস (MEMIS) সেলে প্রবেশ নিষিদ্ধ। কোন প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষক- কর্মচারী কর্তৃক এ আদেশ অমান্য করা হলে তার এমপিও স্থগিতসহ তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।'
এতে বলা হয়, 'কোন প্রতিষ্ঠান প্রধানের ইউজার আইডি ও পাসওয়ার্ড সংক্রান্ত সেবা গ্রহণের প্রয়োজন হলে তিনি অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন) এর সাথে যোগাযোগ করবেন।
এ বিষয়ে অবগতি ও প্রয়োজনীয় (প্রযোজ্য ক্ষেত্রে) ব্যবস্থা গ্রহণের জন্য পরিচালক (প্রশাসন ও অর্থ/প্রশিক্ষণ ও উন্নয়ন), সিনিয়র সচিবের একান্ত সচিব, সকল বেসরকারি মাদ্রাসার অধ্যক্ষ/সুপার/এবতেদায়ী প্রধান, মহাপরিচালক ব্যক্তিগত সহকারি বরাবর অনুলিপি পাঠানো হয়েছে।