এনসিটিবি ভবন © ফাইল ফটো
২০২৬ শিক্ষাবর্ষের (২০২৫ উৎপাদনবর্ষ) ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৫টি ভাষায় রচিত প্রাক-প্রাথমিক শ্রেণির পঠন-পাঠন সামগ্রী ও প্রাথমিক স্তরের ১ম, ২য় ও ৩য় শ্রেণি (৩য় শ্রেণির শুধুমাত্র বাংলা) ০১টি লটের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও সরবরাহ সংক্রান্ত দরপত্র আহ্বান করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। গত ২৭ মে এনসিটিবির সচিব প্রফেসর মো. সাহতাব উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সকল সংশ্লিষ্ট দরপত্রদাতাদের অবহিত করা হচ্ছে যে, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কর্তৃক ই-জিপি পোর্টা (www.eprocure.gov.bd) এর মাধ্যমে ২০২৬ শিক্ষাবর্ষের জন্য বিনামূল্যে বিতরণ করা বহুভাষিক শিক্ষার টিচিং প্যাকেজ মুদ্রণ, বাঁধাই এবং সরবরাহের জন্য নিম্নলিখিত দরপত্র প্রকাশ করা হয়েছে।
গত ২৮ মে দরপত্র প্রকাশ করা হয়েছে, আর আগামী ১৯ জুন দুপুর ২টায় দরপত্র আহ্বান করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগ্রহী দরপত্রদাতারা দরপত্রের বিস্তারিত তথ্য পেতে www.eprocure.gov.bd ওয়েবসাইটটি দেখতে পারেন। এটি একটি অনলাইন দরপত্র যেখানে জাতীয় ই-জিপি পোর্টালে শুধুমাত্র ই-টেন্ডার গ্রহণ করা হবে এবং কোনও অফলাইন/হার্ড কপি গ্রহণ করা হবে না। ই-টেন্ডার জমা দেওয়ার জন্য, আপনাকে www.eprocure.gov.bd ওয়েব পোর্টালটি দেখতে অনুরোধ করা হচ্ছে।