কর্মচারীদের উৎসব ভাতা বাড়ছে না, সম্মতিপত্র জারি নিয়ে যা জানাল অর্থ মন্ত্রণালয়

২৬ মে ২০২৫, ০৬:১২ PM , আপডেট: ০১ জুন ২০২৫, ০৮:১১ PM
অর্থ মন্ত্রণালয়

অর্থ মন্ত্রণালয় © ফাইল ছবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত কর্মচারীদের উৎসব ভাতা ২৫ শতাংশ বৃদ্ধি পাচ্ছে না। এর ফলে তারা আসন্ন ঈদুল আযহায় মূল বেতনের ৫০ শতাংশ উৎসব ভাতা পাবেন। 

সোমবার (২৬ মে) অর্থ মন্ত্রণালয়ের প্রবিধি শাখার একাধিক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন। আজকের মধ্যে এ সংক্রান্ত সম্মতিপত্র জারি হবে বলে জানা গেছে

জানতে চাইলে অর্থ মন্ত্রণালয়ের প্রবিধি শাখার উপসচিব মোছাম্মৎ শরিফুন্নেসা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা সংক্রান্ত সম্মতিপত্র পেলে আপনারা বিষয়টি ক্লিয়ার হয়ে যাবেন। সম্মতিপত্র প্রকাশের পূর্বে এ বিষয়ে কোনো কিছু বলা সম্ভব নয়।’

অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা সংক্রান্ত সম্মতিপত্র আজ সোমবার জারি হবে। সন্ধ্যার মধ্যেই পত্র জারি হবে বলেও জানান ওই কর্মকর্তা।

যে কারণে বাড়ছে না কর্মচারীদের উৎসব ভাতা
অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, আগামী অর্থাৎ ২০২৫-২৬ অর্থ বছরে কর্মচারীদের ভাতার জন্য কোনো বরাদ্দ রাখা হয়নি। ফলে চলতি অর্থ বছরে ভাতা বৃদ্ধি করলে আইনি জটিলতা তৈরি হওয়াসহ নানা সমস্যা দেখা দিতে পারে। এজন্য কর্মচারীদের ভাতা বৃদ্ধি করা হয়নি। বিষয়টি উপদেষ্টা পর্যায় থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে অর্থ মন্ত্রণালয়ের যুগ্মসচিব পদমর্যাদার এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘কর্মচারীদের এবার বর্ধিত উৎসব ভাতা দেওয়া হলে আগামীতেও দিতে হবে। তবে আগামী অর্থ বছরে তাদের উৎসব ভাতার জন্য কোনো বরাদ্দ রাখা হয়নি। তারা ৫০ শতাংশ করেই উৎসব ভাতা পাবেন। ’

তারেক রহমানের প্রেস সচিব হলেন সাংবাদিক সালেহ শিবলী
  • ০৩ জানুয়ারি ২০২৬
মনোনয়ন বাতিল হলে আপিলের নিয়ম জানাল নির্বাচন কমিশন
  • ০৩ জানুয়ারি ২০২৬
এবি পার্টির মঞ্জুর টক শো থেকে আয় ৫ লাখ ৮০ হাজার টাকা
  • ০৩ জানুয়ারি ২০২৬
ট্রাফিক পুলিশের সঙ্গে বাগবিতণ্ডা, বিএনপি নেতাকে দল থেকে অব্…
  • ০৩ জানুয়ারি ২০২৬
টঙ্গীতে তিন দিনব্যাপী খুরুজ ইজতেমা শুরু রবিবার
  • ০৩ জানুয়ারি ২০২৬
মির্জা আব্বাসের জয়ের চেয়ে হারার রেকর্ড বেশি : নাসীরুদ্দীন প…
  • ০৩ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!