হাসিনা পরিবারের নাম ২০ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বাদ, একটি থেকে বাদ পড়েছে ‘জয়বাংলা’

শেখ হাসিনা
শেখ হাসিনা  © ফাইল ফটো

দেশের আরও ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নাম বাদ দেওয়া হয়েছে। আর একটি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম থেকে বাদ পড়েছে ‘জয়বাংলা’। সম্প্রতি ১৬টি স্কুল, ৩টি স্কুল অ্যান্ড কলেজ ও ২টি কলেজসহ ২১টি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

আদেশে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বলেছে, বিগত ‘ফ্যাসিস্ট’ সরকারের সঙ্গে জড়িত ব্যক্তিদের নামে রাষ্ট্রীয় সংস্থা, প্রতিষ্ঠান ও স্থাপনার নামকরণ বাতিলের বিষয়ে চলতি বছরের ১৬ জানুয়ারি উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী এ ২১টি শিক্ষা প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করা হয়েছে।

প্রতিষ্ঠানগুলোর মধ্যে কক্সবাজারের রামুর শেখ হাসিনা জোয়ারিয়ানালা বালিকা উচ্চ বিদ্যালয়ের নাম জোয়ারিয়ানালা বালিকা উচ্চ বিদ্যালয়, চকরিয়ার শেখ রাসেল স্কুলের নাম চকরিয়া সিটি মডেল স্কুল, বরিশালের বাবুগঞ্জের শহীদ আ. রব সেরনিয়াবাত মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নাম রহমতপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বাকেরগঞ্জের দুখল জয়বাংলা নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের নাম দুখল নিম্নমাধ্যমিক বিদ্যালয় রাখা হয়েছে।

পিরোজপুর সদরের শেখ হাসিনা একাডেমির নাম বাদুরা বালিকা মাধ্যমিক বিদ্যালয়, রংপুরের পীরগঞ্জের শেখ হাসিনা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের নাম পীরগঞ্জ আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়, দেবীগঞ্জের শেখ হাসিনা বালিকা বিদ্যালয়ের নাম শহীদ আবু সাঈদ বালিকা উচ্চ বিদ্যালয় এবং পাবনার সাঁথিয়ার মাধবপুর শেখ হাসিনা উচ্চ বিদ্যালয়ের নাম মাধবপুর উচ্চ বিদ্যালয় রেখেছে মন্ত্রণালয়।

ময়মনসিংহের ফুলপুরের শেখ রাসেল স্মৃতি শিশু কল্যাণ নিম্নমাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নাম মালিঝিকান্দি বালিকা নিম্নমাধ্যমিক বিদ্যালয়, জামালপুরের মাদারগঞ্জের গড়পাড়া শেখ ফজলুল হক মনি হাই স্কুলের নাম গড়পাড়া হাই স্কুল, একই উপজেলার হাট মাগুরা শেখ রেহানা উচ্চ বিদ্যালয়ের নাম হাট মাগুরা উচ্চ বিদ্যালয় ও ঢাকার পল্লবীর শেখ কামাল উচ্চ বিদ্যালয়ের নাম পলাশী উচ্চ বিদ্যায়ল রাখা হয়েছে।

এর বাইরে নারায়ণগঞ্জ বন্দরের শেখ জামাল উচ্চ বিদ্যালয়ের নাম ঈমানেরকান্দি উচ্চ বিদ্যালয়, গোপালগঞ্জ সদরের শহীদ শেখ ফজলুল হক মনি স্মৃতি উচ্চ বিদ্যালয়ের নাম উলপুর উচ্চ বিদ্যালয়, টুঙ্গিপাড়ার ত্রিপল্লী শেখ আবুনাসের মাধ্যমিক বিদ্যালয়ের নাম ত্রিপল্লী মাধ্যমিক বিদ্যালয় এবং বাগেরহাটের চিতলমারীর পরানপুর শহীদ শেখ আবু নাসের মাধ্যমিক বিদ্যালয়ের নাম পরানপুর মাধ্যমিক বিদ্যালয় করা হয়েছে।

আর ঢাকার বাড্ডার রাসেল স্কুল এন্ড কলেজের নাম আফতাবনগর স্কুল অ্যান্ড কলেজ, গোপালগঞ্জ টুঙ্গিপাড়ার খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের নাম বাঘিরারঘাট স্কুল অ্যান্ড কলেজ, চুয়াডাঙ্গা সদরের শেখ রাসেল স্মৃতি স্কুল অ্যান্ড কলেজের নাম আকন্দবাড়ীয়া মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরগুনা আমতলীর শেখ হাসিনা মহাবিদ্যালয়ের নাম উত্তর তক্কাবুনিয়া মহাবিদ্যালয় এবং ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুরের শেখ হাসিনা কলেজের নাম উলুকান্দি কলেজ করা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের আদেশে।

এর আগে একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতাদের নাম বাদ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence