কলেজের ২০২৫ সালের ছুটির তালিকা অনুমোদন, দেখে নিন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৫, ১১:২৪ AM , আপডেট: ০৬ জানুয়ারি ২০২৫, ১১:২৪ AM
সরকারি ও বেসরকারি কলেজসমূহের ২০২৫ সালের (১৪৩১-৩২ বঙ্গাব্দ) বাৎসরিক ছুটির তালিকার অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রবিবার (৫ জানুয়ারি) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ-৪ শাখার উপসচিব (অতিরিক্ত দায়িত্ব) মোসা. রোকেয়া পারভীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, কোনো সরকারি কর্মকর্তার পরিদর্শন উপলক্ষে প্রতিষ্ঠান ছুটি দেওয়া যাবে না এবং সংবর্ধনা বা পরিদর্শন উপলক্ষে শিক্ষার্থীদের ক্লাস বন্ধ করা যাবে না। সংবর্ধিত বা পরিদর্শনকারী ব্যক্তির প্রতি সম্মান প্রদর্শনের জন্য শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করানো যাবে না।
আরো পড়ুন: পঞ্চম থেকে দশম শ্রেণির বাংলা বইয়ে যেসব পরিবর্তন এলো
জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ দিবস যথা- ২১ ফেব্রুয়ারি, ২৬ মার্চ ও ১৬ ডিসেম্বর ক্লাস বন্ধ থাকবে। তবে সংশ্লিষ্ট দিবসের বিষয়ভিত্তিক বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে দিবসটি উদযাপন করতে হবে।
ছুটির তালিকা দেখুন নিচে-