পরিদর্শনকালে ঘুষ চাওয়ার অভিযোগ, নিরীক্ষা অধিদপ্তরের তদন্ত শুরু

১৩ নভেম্বর ২০২৪, ০৫:১৯ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর

শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর © টিডিসি ফটো

শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনের সময় কর্মকর্তাদের ঘুষ চাওয়ার অভিযোগের তদন্ত শুরু করেছে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর। সম্প্রতি ছয় কর্মকর্তার বিরুদ্ধে এই অভিযোগ পাওয়া গেছে। 

গত সোমবার (১১ নভেম্বর) কক্সবাজারের চকরিয়া সরকারি কলেজে শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) সহকারী শিক্ষা পরিদর্শক মনিরুল আলম (মাসুম) গণপিটুনির শিকার হওয়ার খবর দ্যা ডেইলি ক্যাম্পাসে প্রকাশের পর বিষয়টি আরো আলোচিত হয়েছে।

এদিকে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের কাজ হলো প্রতিষ্ঠানগুলোর আয়-ব্যয়ের হিসাব নিরীক্ষা করা। গত সোমবার অধিদপ্তরের শিক্ষা পরিদর্শক মনিরুল মাসুম কক্সবাজারে কয়েকটি প্রতিষ্ঠান পরিদর্শন করতে গেলে তাঁর বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ ওঠে। এরই জেরে স্থানীয় ছাত্র ও সাধারণ জনগণ তাঁর ওপর হামলা চালায়। তবে মনিরুলসহ অভিযুক্ত কর্মকর্তারা দাবি করেছেন, তারা ষড়যন্ত্রের শিকার হয়েছেন।

আরও পড়ুন: কোটা সংস্কারের বিরোধিতা করা সেই শিক্ষা ক্যাডার কর্মকর্তাকে ছাত্র-জনতার গণপিটুনি

সম্প্রতি অধিদপ্তরের ১৪ জন কর্মকর্তা দেশের বিভিন্ন জেলায় প্রতিষ্ঠান পরিদর্শন করেন, যাদের মধ্যে ছয় জনের বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক নূর-ই-আলম সিদ্দিকী বলেন, এখনই কঠোর ব্যবস্থা না নিলে অন্যরাও অপরাধের সুযোগ পেতে পারে।

অধিদপ্তরের পরিচালক অধ্যাপক কাজী মো. আবু কাইয়ুম জানান, অভিযোগের প্রমাণ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, গত ৪ আগস্ট অধিদপ্তরের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে চাকরিবিধি লঙ্ঘন করে ছাত্র-জনতার বিরুদ্ধে মিছিল করার অভিযোগও রয়েছে, যার ফলে তাদের অনেকের ওপর এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

বিয়ের এক বছরের মাথায় ভাঙনের মুখে তাহসানের দ্বিতীয় সংসারও
  • ১১ জানুয়ারি ২০২৬
নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণ, ৮ শ্রমিক দগ্ধ
  • ১১ জানুয়ারি ২০২৬
৩৯ বছর পর ম্যানসিটির ১০ গোলের তাণ্ডব, লন্ডভন্ড এক্সটার সিটি
  • ১১ জানুয়ারি ২০২৬
বল বাসার চালে পড়ায় গরম পানি নিক্ষেপ; দগ্ধ হয়ে বার্ন ইউনিটে …
  • ১১ জানুয়ারি ২০২৬
সুখটান দেওয়া বিড়ির মধ্যেও দাঁড়িপাল্লার দাওয়াত: বিতর্কিত …
  • ১১ জানুয়ারি ২০২৬
নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্নে ‘আরেকবার চেষ্টা করে দেখার…
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9