৪ মে থেকে শনিবারও স্কুল খোলা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৪, ০৩:২৮ PM , আপডেট: ২৫ এপ্রিল ২০২৪, ০৩:৪৬ PM
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ৪ মে থেকে শনিবারও স্কুল খোলা রাখার সিদ্ধান্ত জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিকেলে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা যায়।
শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, বর্তমান তাপমাত্রা বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা নয়। এছাড়া বাংলাদেশে সব অঞ্চলের বর্তমান তাপমাত্রাও সমান নয়। তাই রোববার (২৮ এপ্রিল) থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার জন্য সব রকমের প্রস্তুতি নেয়া হয়েছে।
নাম অপ্রকাশিত রাখার শর্তে মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের এক কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আগামী ৪ মে থেকে শনিবার স্কুল খোলা থাকবে। এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। শিগগিরই এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হবে।
ওই কর্মকর্তা আরও বলেন, স্কুল খুললেও শিক্ষার্থীদের শ্রেণি কক্ষের বাইরের কোনো কার্যক্রম করানো যাবে না। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এসেম্বলিও বন্ধ থাকবে।
এর আগে গত ২০ এপ্রিল সারা দেশের স্কুল-কলেজের পূর্বনির্ধারিত ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নেয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। অফিস আদেশে বলা হয়, মাউশি অধিদপ্তরের আওতাধীন সব সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান পূর্বনির্ধারিত ছুটি শেষে ২১ এপ্রিল খোলার পরিবর্তে আগামী ২৮ এপ্রিল যথারীতি খুলবে।
একই ধরনের সিদ্ধান্ত নেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ও। মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান দাবদাহে শিশু শিক্ষার্থীদের স্বাস্থ্য ও সুরক্ষা বিবেচনায় আগামী ২১ এপ্রিল থেকে ২৭ এপ্রিল ২০২৪ পর্যন্ত সব সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্টের বিদ্যালয়সমূহ ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টারগুলো বন্ধ থাকবে।