সরকারি কলেজ অধ্যক্ষ-উপাধ্যক্ষদের বদলির আবেদন শুরু বৃহস্পতিবার
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৩, ০৫:১১ PM , আপডেট: ১২ ডিসেম্বর ২০২৩, ০৫:১৮ PM
সরকারি কলেজে বিসিএস শিক্ষা ক্যাডারের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদে বদলিতে অনলাইন আবেদন করতে হবে। অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদে বদলির এ আবেদন শুরু হবে আগামী বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর), চলবে ২৪ ডিসেম্বর পর্যন্ত।
আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ–সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২০ সালের সরকারি কলেজের শিক্ষক বদলি বা পদায়ন নীতিমালা অনুযায়ী অনলাইনে বদলির আবেদন করতে হবে। একই সঙ্গে অনলাইন ছাড়া অন্য কোনো উপায়ে করা আবেদন বিবেচনা করা হবে না।
১৪তম থেকে ১৬তস বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের অধ্যাপকরা অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদে বদলি বা পদায়নে আগ্রহীরা শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে (www.shed.gov.bd) সংশ্লিষ্ট লিংক ব্যবহার করে আবেদন করতে হবে। সংশ্লিষ্ট অধ্যক্ষ/উপাধ্যক্ষ/প্রতিষ্ঠান প্রধানদের আগামী ২৫ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর আবেদন অগ্রায়ন করার জন্য নির্দেশ দেওয়া হয়।