৫ অক্টোবরকে বিশ্ব শিক্ষক দিবস ঘোষণা করতে চায় মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয়
শিক্ষা মন্ত্রণালয়  © ফাইল ছবি

৫ অক্টোবরকে বিশ্ব শিক্ষক দিবস ঘোষণা করতে চায় শিক্ষা মন্ত্রণালয়। এজন্য একটি প্রস্তাব গ্রহণ করতে চায় মন্ত্রণালয়। এজন্য একটি সভা ডাকা হয়েছে। আগামী ১৩ আগস্ট আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এ সভা অনুষ্ঠিত হবে।

বুধবার (২ আগস্ট) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সহকারী সচিব মো. মনিরুল ইসলাম মিলন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,  ৫ অক্টোবর ‘বিশ্ব শিক্ষক দিবস’ হিসেবে ঘোষণার লক্ষ্যে প্রস্তাব গ্রহণ এবং চলতি বছরের ৫ অক্টোবর সারাদেশে ‘বিশ্ব শিক্ষক দিবস' পালনের উদ্দেশ্যে আগামী ১৩ আগস্ট বেলা ৩টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট (আমাই)-এর ৪র্থ তলাস্থ সম্মেলন কক্ষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হবে। উক্ত সভায় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. কামাল হোসেন এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব  সোলেমান খান উপস্থিত থাকবেন।


সর্বশেষ সংবাদ