‘নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিগগিরই এমপিওভুক্ত হবে’

১৮ সেপ্টেম্বর ২০২০, ০৮:০৬ AM

© ফাইল ফটো

নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিগগিরই এমপিওভুক্ত হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেছেন, শিক্ষা ব্যবস্থা জাতীয়করণও বেশি দূরে নয়। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।

শিক্ষা দিবস-২০২০ উপলক্ষে আয়োজিত ‘বঙ্গবন্ধু শিক্ষা ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করা হয়। স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) এর আয়োজন করে।

মন্ত্রী বলেন, ‘বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থার উদ্যোগ নিয়েছিলেন বঙ্গবন্ধু। পচাঁত্তরে বঙ্গবন্ধুকে হত্যা করা না হলে আগেই দেশে বৈষম্যহীন শিক্ষা ও শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ হতো।’

আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষা ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিগগিরই এমপিওভুক্তির আওতায় আসবে।’

মন্ত্রী আরও বলেন, ‘শিক্ষা ব্যবস্থা জাতীয়করণও বেশি দূরে নয়। দেশের সুনাগরিক গড়ার কারিগর শিক্ষকরা। তাদের কাজ দেশপ্রেমিক নতুন নেতৃত্ব সৃষ্টি করা।’

স্বাশিপ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বাংলাদেশ সংবাদ সংস্থার চেয়ারম্যান অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।

বক্তব্য রাখেন মো. সাইদুর রহমান পান্না, অধ্যক্ষ মোনতাজ উদ্দিন মর্তুজা, অধ্যক্ষ সলিম উল্লাহ সেলিম, অধ্যক্ষ তেলোয়াত হোসেন, অধ্যক্ষ মোকসেদুর রহমান প্রমুখ।

গোবিপ্রবির প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে পালিয়ে গ…
  • ২৭ জানুয়ারি ২০২৬
বিশেষ টিকায় কমবে জরায়ুমুখের ক্যানসারের ঝুঁকি, কোন বয়সে নেওয়…
  • ২৭ জানুয়ারি ২০২৬
ঢাবিতে ভর্তির বিষয় পছন্দক্রম ফরম পূরণ শুরু আজ
  • ২৭ জানুয়ারি ২০২৬
‘আমার প্রধানমন্ত্রী শেখ হাসিনা’, নির্বাচনী সভায় বিএনপি প্রা…
  • ২৭ জানুয়ারি ২০২৬
বাতিল হওয়া ভারতীয় অর্থনৈতিক অঞ্চলের জায়গায় হবে সামরিক অর্থন…
  • ২৭ জানুয়ারি ২০২৬
পবিপ্রবির হলে রুম না পেয়ে প্রভোস্ট অফিসে তালা শিক্ষার্থীদের
  • ২৭ জানুয়ারি ২০২৬