© টিডিসি ফটো
জয়পুরহাটে এসএসসি পরিক্ষায় অংশ গ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ইউনিয়নের উদ্যোগে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় জেলা ছাত্র ইউনিয়ন কার্যালয়ে জেলা সভাপতি রিফাত আমিন রিয়নের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাসরিন সুলতানা'র সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা শেষে পরীক্ষার্থীদের মধ্যে উপহার সামগ্রী বিতরন করা হয়। এসব উপহার সামগ্রী শিক্ষার্থীদের হাতে তুলে দেন ডিবিসি টেলিভিশনের জেলা প্রতিনিধি সাংবাদিক শামীম কাদির।
উপহার সামগ্রী বিতরনের সময় ছাত্র ইউনিয়নের জেলা সভাপতি রিফাত আমিন রিয়ন, সাধারণ সম্পাদক তাসরিন সুলতানা, শিক্ষা ও গবেষনা সম্পাদক শিশির ইমতেয়াজ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা থেকে বাউল শিল্পী শরিয়ত বায়াতির নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়।