কারিগরির ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ও ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি পরীক্ষার ফরম পূরণের বিজ্ঞপ্তি সংশোধন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ০৮:৩৩ AM
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ও ডিপ্লোমা ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি পরীক্ষার ফরম পূরণের সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী ৪ জানুয়ারি এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। রবিবার (২৩ নভেম্বর) এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
সংশোধিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বালাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন সব সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের সংশ্লিষ্ট প্রবিধানভূক্ত শিক্ষার্থীদের ১ম (সেশন ২০২৫-২৬), ২য়, ৪র্থ, ৬ষ্ঠ ও ৮ম পর্ব নিয়মিত ১ম, ৩য়, ৫ম ও ৭ম পর্ব অকৃতকার্য বিষয় ও ৮ম পর্ব অনিয়মিত পরীক্ষা-২০২৫ এবং ডিপ্লোমা-ইন-ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি শিক্ষাক্রমের ২০১৬ প্রবিধানভূক্ত ৬ষ্ঠ পর্ব নিয়মিত এবং ৮ম পর্ব নিয়মিত বা অনিয়মিত পরীক্ষা-২০২৫ আগামী ৪ জানুয়ারি (রবিবার) হতে বোর্ড নির্ধারিত কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: দুদকের জালে পড়া মুদ্রণ প্রতিষ্ঠানগুলো ফের পেল সরকারি পাঠ্যবই ছাপানোর দায়িত্ব
পরীক্ষার বিস্তারিত সময়সূচি এবং কেন্দ্র তালিকা যথাসময়ে প্রকাশ করা হবে। উক্ত পরীক্ষার প্রয়োজনীয় তথ্যাদি সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান হতে অবহিত হওয়া যাবে এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েব সাইটেও পাওয়া যাবে। পরীক্ষার ফরম পূরণসহ বিস্তারিত তথ্য জানতে এখানে ক্লিক করুন।