চট্টগ্রাম বোর্ডে নতুন জিপিএ-৫ ৬৫, ফেল থেকে পাস কত?
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১০ আগস্ট ২০২৫, ১১:৩২ AM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৩:৫২ PM
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফল প্রকাশিত হয়েছে। এতে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৬৫ জন। ফেল থেকে পাস করেছেন ৬৪ জন।
রবিবার (১০ আগস্ট) সকাল ১০ টায় পুনঃনিরীক্ষণের ফল প্রকাশিত হয়।
জানতে চাইলে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, খাতা ৭৮ হাজার ১৯২টি খাতা চ্যালেঞ্জের আবেদন করেছিল শিক্ষার্থীরা। এর মধ্যে এক হাজার ৭৪২টি খাতার নম্বর পরিবর্তন হয়েছে। এক হাজার ৬৬৯ শিক্ষার্থীর নম্বর পরিবর্তন হয়েছে।
তিনি আরও বলেন, চট্টগ্রাম বোর্ডে আবেদনকৃত শিক্ষার্থীদের মধ্যে গ্রেড পরিবর্তন হয়েছে ৬৪৬ জনের। ফেল থেকে পাস করেছেন ৬৪ জন। এছাড়া নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৬৫ জন।