চট্টগ্রামে বোর্ডের এইচএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৩ আগস্ট ২০২৩, ০৫:১৭ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:১২ AM
আগামী ১৭ আগস্ট থেকে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে। তবে বন্যার কারণে চট্টগ্রাম, কারিগরি ও মাদ্রাসা- এই তিন শিক্ষাবোর্ডের পরীক্ষা ২৭ আগস্টের আগে অনুষ্ঠিত হওয়া সকল স্থগিত থাকবে।
এদিকে, চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীন এইচএসসি পরীক্ষার প্রথম ৪টি বিষয়ের পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। ঘোষণা অনুযায়ী, আগামী ২৭ সেপ্টেম্বর এবং ১, ৩ ও ৫ অক্টোবর স্থগিত হওয়া এসব পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজ রবিবার এ তথ্য জানায় চট্টগ্রাম শিক্ষাবোর্ড।
কবে কোন পরীক্ষা
এই বোর্ডের ১৭ আগস্টের বাংলা প্রথমপত্র পরীক্ষা ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। ২০ আগস্টের বাংলা দ্বিতীয়পত্রের পরীক্ষা ১ অক্টোবর, ২২ আগস্টের ইংরেজি প্রথমপত্র ৩ অক্টোবর এবং ২৪ আগস্টের ইংরেজি দ্বিতীয়পত্রের পরীক্ষা ৫ অক্টোবর নেওয়া হবে।