প্রাথমিকের ডিপিএড প্রশিক্ষণে খরচ ১২ হাজার, ৭৫ শতাংশ উপস্থিতি বাধ্যতামূলক
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ০৫:৫৯ PM
ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন (ডিপিএড) প্রোগ্রাম শুরু করতে যাচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আগামী জানুয়ারি মাস থেকে দেশের ১২টি প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে (পিটিআই)পাইলটিং ভিত্তিতে এই প্রোগ্রাম শুরু হতে যাচ্ছে। ডিপিএড প্রোগ্রামটি পরিচালনা করবে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির (নেপ)। দুই সেমিস্টারের এ প্রশিক্ষণ করতে ১২ হাজার টাকা খরচ হবে। ৭৫ শতাংশ উপস্থিতি না থাকলে মিলবে না সনদ।
আরও পড়ুন: প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে যত আবেদন পড়ল
মঙ্গলবার (১৮ নভেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নেপ মহাপরিচালক ফরিদ আহমদ।
নেপ মহাপরিচালক জানান, প্রশিক্ষণটি দুই সেমিস্টারে হবে। প্রতি সেমিস্টারের জন্য ৬ হাজার টাকা খরচ হবে। প্রার্থীদের প্রশিক্ষণে ৭৫ শতাংশ উপস্থিত থাকতে হবে। ক্লাস হবে বিকেলে। ভর্তি হওয়া প্রার্থীদের ডিজিটাল হাজিরার ব্যবস্থা করা হতে পারে।
বিস্তারিত আসছে....