মোবাইলের র‌্যাম ও স্টোরেজ বাঁচানোর উপায়

০৩ এপ্রিল ২০২২, ০৯:৫০ AM
মোবইল

মোবইল © সংগৃহীত

মোবাইলের র‌্যাম ও স্টোরেজ ফুল হয়ে মোবাইল স্লো হয়ে যায়। অনেক সমস্যা দেখা দেয়। তাই বর্তমান সময়ের স্মার্টফোনগুলোতে বেশি র‌্যাম ও স্টোরেজের দিকে প্রাধান্য দেওয়া হয়। তারপরও অনেক সময় ফোনের স্টোরেজ সংক্রান্ত সমস্যা থেকে যায়। এ জাতীয় ঝঞ্ঝাট থেকে রেহাই পাওয়ার কিছু কার্যকরী উপায় রয়েছে, যা ব্যবহার করে আপনার স্টোরেজ ফুল হয়ে যাওয়ার সমস্যা কমানো যেতে পারে। তাহলে চলুন জেনে নেওয়া যাক সেই উপায়গুলো।

ক্লিনিং অ্যাপ: প্লে স্টোরে এমন অনেক অ্যাপ রয়েছে যা আপনার ফোনের স্টোরেজ পরিষ্কার করে। এই অ্যাপগুলো মূলত ফোনে থাকা জাঙ্ক ফাইল, ডুপ্লিকেট ফাইল এবং অনেক বড় ফাইল ডিলিট করে দেয় যাতে ফোনের স্টোরেজ কমে যায়। সেক্ষেত্রে ইউজাররা ফোন ক্লিনার, ভাইরাস ক্লিনার, CCleaner-এর মতো অ্যাপ বেছে নিতে পারবেন।

আরও পড়ুন: এসএসসিতে ফেল, ট্যাক্স ক্যাডার হলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সোহেল

ক্লাউড স্টোরেজ: অনেক কোম্পানি আছে যারা তাদের ফোনের সাথে ক্লাউড স্টোরেজ প্রদান করে। সেক্ষেত্রে আপনি যদি মনে করেন যে আপনার ফোনের ফটো এবং ভিডিওগুলি বেশি জায়গা দখল করছে, তাহলে আপনি ক্লাউড স্টোরেজেও কন্টেন্টগুলি সেভ রাখতে পারেন?

অস্থায়ী ফাইল ডিলিট: আমাদের ফোনে এরকম অনেক ফাইল আছে যেগুলো অস্থায়ী। এগুলো ডিলিট করলে ফোনের মেমরি অনেক বেড়ে যায়। তাই যদি আপনার ফোনে ক্যাচে ডেটা থাকে, তাহলে সেগুলি ডিলিট করে দিন।

 

স্মার্টফোন ফাস্ট করতে

স্মার্টফোন স্লো বা হ্যাং হওয়ার হাত থেকে মুক্তি পেতে কিছু পন্থা অবলম্বন করা যেতে পারে। এতে সহজেই ফোন স্লো হওয়ার হাত থেকে মুক্তি পাওয়া যায়।

১. অযাচিত বা অব্যবহৃত অ্যাপস ফোন থেকে ডিলিট করে দিতে হবে। অপ্রয়োজনীয় ছবি বা ভিডিও মুছে স্টোরেজ ফাঁকা করে দিতে হবে। এতে ফোন ‘হ্যাং’ হওয়ার সমস্যা দূর হবে। স্টোরেজ পূর্ণ থাকলে ফোন স্লো কাজ করে।

২. স্মার্টফোনের অ্যাপস ব্যবহার করলে ক্যাশ রূপে ফোন মেমোরিতে জমা হয়। অনেক সময় এগুলো জমলে ফোন স্লো হয়। তাই নিয়মিত ক্লিন করা দরকার। সেটিংসে গিয়ে স্টোরেজ অপশনে ক্লিক অ্যাপসগুলোর ক্যাশ ক্লিন করা যাবে।

৩. স্মার্টফোনের সফটওয়্যার আপডেট রাখতে হবে। আপডেট দিতে বা চেক করতে ফোনের সেটিংস>সিস্টেম>সিস্টেম আপডেট অপশনে গিয়ে চেক করতে হবে। ফোনটি শেষ কবে আপডেট হয়েছে বা নতুন কোনো আপডেট আছে কিনা তা এখানে দেখতে পাবেন।

৪. স্মার্টফোনের গতি অতিমাত্রায় স্লো হয়ে গেলে ফ্যাক্টরি ডাটা রিসেট করা যেতে পারে। তবে এর আগে অবশ্যই ফোনের সব ডাটার ব্যাকআপ নিতে হবে। কারণ ফ্যাক্টরি ডাটা রিসেট করলে সব ডাটা মুছে যায়।

৫. অনেকে স্মার্টফোনের ডিসপ্লের সৌন্দর্য বাড়াতে লাইভ ওয়ালপেপার ব্যবহার করেন। এটি ফোনের পারফরম্যান্সে প্রভাব ফেলে। এজন্য ফোনে সাধারণ ওয়ালপেপার ব্যবহার কতে হবে। বিশেষত পুরোনো ফোনে লাইভ ওয়ালপেপার কখনোই ব্যবহার করা উচিৎ নয়।

৬. হার্ডওয়্যার ত্রুটির কারণেও স্মার্টফোন স্লো হতে পারে। সেক্ষেত্রে ওই ব্র্যান্ডের সার্ভিস সেন্টারে গিয়ে যোগাযোগ করতে হবে।

ট্যাগ: মোবাইল
গণভোটে ‘হ্যাঁ’ জিতলে সংবিধানে যা যা বদলে যাবে, নতুন যুক্ত হ…
  • ২৬ জানুয়ারি ২০২৬
আজ কুষ্টিয়ায় যাচ্ছেন জামায়াত আমির
  • ২৬ জানুয়ারি ২০২৬
দেড় শতাধিক শিক্ষার্থীদের সাংবাদিকতায় প্রশিক্ষণ দিল কনকসাস
  • ২৬ জানুয়ারি ২০২৬
আ.লীগ নেতাকে ধরতে যাওয়া পুলিশের ওপর হামলা, ৩ এসআই আহত
  • ২৬ জানুয়ারি ২০২৬
রাস্তায় মরা ইঁদুর ফেলা নিয়ে দোকানী-শিক্ষার্থী সংঘর্ষ, আহত ৭
  • ২৬ জানুয়ারি ২০২৬
আজ থেকে শুরু কুবি ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড
  • ২৬ জানুয়ারি ২০২৬