মোবাইল ডেটার মেয়াদ আনলিমিটেড করল টেলিটক

টেলিটক
টেলিটক  © ফাইল ফটো

মোবাইল ডেটার মেয়াদের সীমাবদ্ধতা তুলে নিয়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান টেলিটক। ফলে ডেটার ব্যালেন্স যতিদিন থাকবে ততদিন গ্রাহক ওই ডেটা ব্যবহার করতে পারবেন। আগামী ১৭ মার্চ থেকে এটি কার্যকর হবে।

মঙ্গলবার ঢাকায় বিটিআরসি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব তথ্য জানান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

অনুষ্ঠানে তিনি বলেন, এই প্রথমবারের মতো মোবাইল ডেটার কোনো মেয়াদ রাখার সীমাবদ্ধতা থেকে বাংলাদেশ বেরিয়ে এলো।টেলিটকের পর অন্য অপারেটরগুলো পর্যায়ক্রমে এই ব্যবস্থা চালু করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আরও পড়ুন: ১ লাখ ৭০ হাজারের মধ্যে সেরা হলো বাংলাদেশি ফটোগ্রাফটি

অনুষ্ঠানে বিটিআরসি’র ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র, টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক মো. সাহাব উদ্দিন, এমটবের সেক্রেটারি জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল এস এম ফরহাদ (অবসরপ্রাপ্ত) এবং গ্রামীণফোন, রবি এবং বাংলালিংকের প্রতিনিধিরা মোবাইল ফোনের ডাটা প্যাকেজ ব্যবস্থাপনা সহজীকরণে তাদের প্রতিক্রিয়া জানান।


সর্বশেষ সংবাদ