এক নজরে দেখে নিন নাসার বর্ষসেরা সব ছবি

২৯ ডিসেম্বর ২০২১, ০৪:২১ PM
এক নজরে দেখে নিন নাসার বর্ষসেরা সব ছবি

এক নজরে দেখে নিন নাসার বর্ষসেরা সব ছবি © ফাইল ছবি

মহাকাশ নিয়ে মানুষের আগ্রহ, গবেষণার শেষ নেই। এত বিশাল এর বিস্তৃতি যে মানুষ যতই ভাবুক কুল কিনার করতে পারেনি এখনো। চলতি বছর ২০২১ সালে সেই রহস্যময় মহাকাশ ও সৌরজগতের আশেপাশের ওপর তোলা বেশ কিছু চমৎকার ছবি মার্কিন মহাকাশ সংস্থা নাসা প্রকাশ করেছেন। চলুন দেখে নিই বছর সেরা সেই ছবি গুলো-

আরও পড়ুন: নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জে বিশ্ব চ্যাম্পিয়ন বাংলাদেশ

* হেলিক্স নেবুলা নাসার স্পিটজার স্পেস টেলিস্কোপে ধরা পড়েছে নজরকাড়া এই ছবিটি। ছবিটি দেখে একঝলকে মনে হবে, রূপকথার গল্পে পাওয়া কোনও দৈত্যের লাল চোখ যেন ভাঁটার মতো জ্বলছে। ছবির মাঝখানে রয়েছে ওই উজ্জ্বল লাল বস্তু।

* চলতি বছরের সবচেয়ে উজ্জ্বল ধূমকেতু লিওনার্ড। পৃথিবীর একদম পাশ দিয়ে বয়ে গিয়েছে গত ১২ ডিসেম্বর। বলা যায় একদম পৃথিবীর কাছ দিয়ে কান ঘেঁষে গিয়েছে এই ধূমকেতু।

আরও পড়ুন: মঙ্গলের পর এবার শুক্র গ্রহে অভিযান চালাবে নাসা

* যেখানে নতুন নক্ষত্রদের জন্ম হয়, সেখানেই নেবুলা বা নীহারিকা দেখা যাবে না। নাসার তরফে এই নীহারিকার ছবি শেয়ার করা হয়েছে। এই নেবুলা ২৫০ আলোকবর্ষ চওড়া এবং পৃথিবী থেকে ৬০০০ আলোকবর্ষ দূরে রয়েছে এই নীহারিকা।

* ইউরোপীয়ান স্পেস এজেন্সি নভশ্চর থমাস পেস্কুয়েট আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে এই অরোরার ছবি তুলেছিলেন। এবছর সেপ্টেম্বর মাসে এই ছবি তোলা হয়েছে। মহাকাশ থেকে অরোরা দেখতে কেমন লাগে সেটাই বোঝা গিয়েছে এই ছবিতে।

* ডেভিলস আই- এর মতো না হলেও এই গ্যালাক্সি বা ছায়াপথও অপূর্ব সুন্দর। এই ছায়াপথে রয়েছে একটি সুপারম্যাসিভ ব্ল্যাকহোল। কেন্দ্রস্থলে রয়েছে এই সুপারম্যাসিভ ব্ল্যাকহোল। বিপুল পরিমাণ ইলেকট্রো-ম্যাগনেটিক রেডিয়েশন হয় এই কেন্দ্রস্থলের অংশ থেকে।

* নাসার হাব্বল স্পেস টেলিস্কোপে ধরা পড়েছিল আরেকটি নীহারিকার মনোমুগ্ধকর ছবি। এই রানিং ম্যান নেবুলা আসলে একটি রিফ্লেকশন নেবুলা। অর্থাৎ এই নীহারিকা কোনও আলো নির্গমন করে না। কিন্তু কাছাকাছি নক্ষত্র থেকে আলো প্রতিফলিত করে। ইনস্টাগ্রামে হাব্বল টেলিস্কোপের অফিশিয়াল পেজে এই অদ্ভুত সুন্দর দেখতে নীলাভ আভার নীহারিকার ছবি প্রকাশ করা হয়েছিল।

সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ ৩ জনের মৃত্যুদণ্ড
  • ২৬ জানুয়ারি ২০২৬
নির্বাচন উপলক্ষ্যে ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি
  • ২৬ জানুয়ারি ২০২৬
দুই যুগ পর ময়মনসিংহ আসছেন তারেক রহমান, ব্যাপক জনসমাগমের প্র…
  • ২৬ জানুয়ারি ২০২৬
চাঁদাবাজদের বুকে টেনে অন্য ভালো কাজে যুক্ত করব: জামায়াত আমির
  • ২৬ জানুয়ারি ২০২৬
 পাকিস্তানের বয়কট সিদ্ধান্তে সমর্থন ক্রিকেটারদের
  • ২৬ জানুয়ারি ২০২৬
ফিল্ড অফিসার নিয়োগ দেবে ওয়ালটন, পদ ৫০, আবেদন এসএসসি পাসেই
  • ২৬ জানুয়ারি ২০২৬