৪৩টি ফোনে বন্ধ হয়ে যাবে হোয়্যাটসঅ্যাপ

০৫ সেপ্টেম্বর ২০২১, ০৯:০০ AM
হোয়্যাটসঅ্যাপ

হোয়্যাটসঅ্যাপ © সংগৃহীত

মেসেজ আদান-প্রদানের ক্ষেত্রে হোয়্যাটসঅ্যাপ অন্যতম জনপ্রিয় একটি মাধ্যম, যার মাধ্যমে তথ্য আদান-প্রদানের নিশ্চয়তা প্রায় শতভাগ নিশ্চিত হয়। যদিও গত বছর থেকে হোয়্যাটসঅ্যাপ এর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে, যেটি কিছুটা হলেও প্রভাব ফেলেছে অ্যাপটির ব্যবহারকারী কিংবা জনপ্রিয়তা কমাতে।

যদিও হোয়্যাটসঅ্যাপ কর্তৃপক্ষের দাবি, অ্যাপে তথ্য আদান-প্রদানগত নিরাপত্তার কোন ঘাটতি নেই। এ্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্রছাড়া কর্তৃপক্ষ অ্যাপটির সেটিংসগত পরিবর্তনেরও ঘোষণা দিয়েছেন, যার ফলে আর মাত্র দু’মাস পরই একাধিক স্মার্টফোনে কাজ করবে না হোয়াটসঅ্যাপ।

জানা যায়, ১লা নভেম্বর থেকেই ৪৩টি ফোনে বন্ধ হয়ে যাবে জনপ্রিয় এই মেসেজিং অ্যাপটি। এই তালিকায় রয়েছে পুরনো অ্যান্ড্রয়েড ও আইওএস ফোনগুলো।

একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, অ্যান্ড্রয়েড ৪.০.৪ বা তার আগের অপারেটিং সিস্টেমে থাকা ফোন এবং আইওএস ৯ বা তার থেকে আগের অপারেটিং সিস্টেম থাকা ফোনে আর কাজ করবে না হোয়াটসঅ্যাপ।

 উল্লেখযোগ্য যেসব ফোনগুলোতে দু’মাস পর থেকে আর কাজ করবে না হোয়াটসঅ্যাপ:

*অ্যাপল আইফোন এসই, সিক্স এস ও সিক্স এস প্লাস।

*স্যামসাং গ্যালাক্সি এস৩ মিনি, ট্রেন্ড টু, ট্রেন্ড লাইট, এস ২

*সোনি এক্সপিরিয়া।

*এলজি অপটিমাস এফ সেভেন, এফ ফাইভ, এলথ্রি টু ডুয়াল, এফ ফাইভ টু, এফ সেভেন টু।

*হুয়েই অ্যাসেন্ড মেট ও অ্যাসেন্ট ডি টু।

সূত্র: আনন্দবাজার

সংসার থাকা মা-বোনরাই পাবে ফ্যামিলি কার্ড: তারেক রহমান
  • ২৬ জানুয়ারি ২০২৬
অবহেলা নয়, আধুনিক হবে পুরান ঢাকা: জামায়াত নেতা ড. মান্নান
  • ২৬ জানুয়ারি ২০২৬
দাখিল পরীক্ষার রুটিন প্রকাশ, দেখুন এখানে
  • ২৬ জানুয়ারি ২০২৬
ঢাবির বিজ্ঞান ইউনিটের ফল পুনঃনিরীক্ষণের আবেদন শুরু কাল, গুণ…
  • ২৬ জানুয়ারি ২০২৬
আজীবন মানুষের জন্য কাজ করে গেছেন অধ্যাপক আতাউর রহমান বিশ্বাস
  • ২৬ জানুয়ারি ২০২৬
বিজ্ঞান শিক্ষায় ভর্তি ও গবেষণার গতি কমেছে: শিক্ষা উপদেষ্টা
  • ২৬ জানুয়ারি ২০২৬