ফেসবুকে আর মিথ্যা তথ্য ছড়াতে পারবেন না রাজনীতিবিদরা

০৫ জুন ২০২১, ০১:৩৬ PM
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক © সংগৃহীত

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আর ভূয়া তথ্য দিয়ে পোস্ট করতে পারবেন না রাজনীতিবিদরা। এখন থেকে ফেসবুকে কোন মিথ্যা তথ্য দিয়ে পোস্ট দিলে তা সরিয়ে ফেলবে ফেসবুক কর্তৃপক্ষ। গতকাল শুক্রবার প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম দ্য ভার্জ এ খবর জানিয়েছে।

দ্য ভার্জের প্রতিবেদনে বলা হয়, ফেসবুকে রাজনীতিবিদদের মিথ্যা তথ্য ছড়ানোর ব্যাপারে নীতিনির্ধারক, সাংবাদিক ও কর্মীদের কাছে ব্যাপক সমালোচিত হয়েছে ফেসবুক। অনুমান করা হচ্ছে, তাদের সমালোচনার কারণেই রাজনীতিবিদদের বিশেষ সুবিধা তুলে নিল ফেসবুক। শুক্রবার প্ল্যাটফর্মটির নতুন নীতিমালায় এ নিয়মের কথা উল্লেখ করা হয়।

চলতি বছরের এপ্রিলে দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, বিশ্বব্যাপী রাজনীতিবিদরা ফেসবুক ব্যবহার করে মিথ্যা তথ্য ছড়ানোর প্রমাণ থাকার পরেও সময়োপযোগী সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছে ফেসবুক। দ্য গার্ডিয়ান ছাড়াও অন্যান্য সংবাদমাধ্যমে ফেসবুকের ব্যর্থতার ব্যাপারে সমালোচনা হয়েছে। এসব সমালোচনার প্রেক্ষাপটে ফেসবুকের ওভারসাইট বোর্ড প্ল্যাটফর্মটিকে নতুন নীতিমালা ঘোষণার জন্য সুপারিশ করেছে।

প্রসঙ্গত, ফেসবুক ও টুইটারের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো শুরু থেকে রাজনীতিবিদদের পোস্ট সরাতে অনীহা প্রকাশ করে এসেছে ও মিথ্যা তথ্য ছড়ানোর ক্ষেত্রে রাজনীতিবিদদের বিশেষ সুবিধা দিয়ে এসেছে।

বিএনপির ২১ নেতাকে সব পদ থেকে বহিষ্কার
  • ২৭ জানুয়ারি ২০২৬
‘নিরাপত্তা ইস্যুতে’ আগের ফেসবুক পেজ বন্ধ করল র‌্যাব, নতুন প…
  • ২৭ জানুয়ারি ২০২৬
সকালে ঘুম থেকে উঠেই পানি খাওয়ার অভ্যাস কতটা স্বাস্থ্যকর?
  • ২৭ জানুয়ারি ২০২৬
ইলন মাস্কের ‘গ্রকিপিডিয়া’র তথ্য দেখাচ্ছে চ্যাটজিপিটির উত্তরে
  • ২৭ জানুয়ারি ২০২৬
গণভোট নিয়ে সরকারি প্রচারণার পরেও মানুষ কতটা বুঝতে পারছে?
  • ২৭ জানুয়ারি ২০২৬
গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে প্রচারণায় সব ব্যাংক শাখায় ব্যানার ট…
  • ২৭ জানুয়ারি ২০২৬