নতুন নীতিমালায় সম্মতি বেশিরভাগ হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর

১৬ মে ২০২১, ১১:২৯ PM
হোয়াটসঅ্যাপ

হোয়াটসঅ্যাপ © লোগো

হোয়াটসঅ্যাপের নতুন নীতিমালায় যারা এখনও সম্মতি দেননি তাদেরকে অ্যাপটি ক্রমাগত বার্তা পাঠিয়ে বিষয়টি মনে করিয়ে দেবে। এর আগে অ্যাপটি ১৫ মে তারিখ থেকে নতুন নীতিমালার অধীনে যাওয়ার কথা বলেছিল।

এ পরিবর্তনের ফলে বিজ্ঞপানদাতা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী ক্রেতাদের মধ্যে যোগাযোগ পদ্ধতি প্রভাবিত হবে।

গত জানুয়ারিতে এই পরিবরবর্তনের ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে মালিক প্রতিষ্ঠান ফেসবুকের সঙ্গে অনেক বেশি ডেটা শেয়ারের সম্ভাব্য পরিণতি নিয়ে শঙ্কা তৈরি হয়। সে অবস্থান থেকে ফেসবুক সরে আসেনি বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, প্রায় দুইশ’ কোটি ব্যবহারকারীর বেশিরভাগই নতুন নীতিমালায় সম্মতি দিয়েছেন।

তবে যারা সম্মতি দেবেন না, তারা ক্রমশ অ্যাপটি থেকে সুযোগ-সুবিধা হারাতে থাকবেন। এর মধ্যে শুরুতেই আসবে চ্যাট লিস্ট দেখতে না পারা বা ভিডিও কল করতে না পারার বিষয়টি। তবে, কোনো অ্যাকাউন্টই মুছে ফেলবে না বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপ।

জানুয়ারির ঘোষণার পরপরই অনেক ব্যবহারকারীই সেবাটি বয়কট করে প্রতিদ্বন্দ্বী অ্যাপে চলে যাওয়ার কথা বলেছিলেন, এর ফলে সিগনাল ও টেলিগ্রামের মতো অ্যাপে রেকর্ড ডাউনলোড দেখা গেছে সে সময়।

সে সময় হোয়াটসঅ্যাপ দাবি করেছিল প্রতিষ্ঠানটি ভুল তথ্য প্রচারের শিকার হয়েছে।

হোয়াটসঅ্যাপের মেসেজ এন্ড টু এন্ড এনক্রিপ্ট করা থাকে, ফলে প্রেরক এবং প্রাপকের বাইরে ওই মেসেজ কেউ পড়তে পারেন না।

আগের এক পোস্টে হোয়াটসঅ্যাপ বলেছিল, যে ডেটা তারা ফেসবুকের অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে শেয়ার করবে তার মধ্যে রয়েছে -- রেজিস্ট্রেশনের সময় দেওয়া ফোন নম্বর এবং অন্যান্য তথ্য (যেমন নাম), ফোনের নির্মাতা, মডেল এবং মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠানসহ ব্যবহারকারীদের ফোন সম্পর্কে তথ্য, আইপি ঠিকানা, যা ব্যবহারকারীদের ইন্টারনেট সংযোগের অবস্থান নির্দেশ করে, হোয়াটসঅ্যাপে যে কোনও অর্থ প্রদান এবং আর্থিক লেনদেন করা হয়েছে এমন সব তথ্য।

তবে ইউরোপ ও যুক্তরাজ্যে হোয়াটসঅ্যাপ নতুন নীতিমালা থেকে ডেটা শেয়ারের অংশটুকু বাদ দিচ্ছে।

১৪ জানুয়ারি থেকে বাংলাদেশে কার্যক্রম শুরু করবে হোস্টিং ডটকম
  • ০১ জানুয়ারি ২০২৬
তারেক রহমান-জামায়াত আমির-নাহিদের চেয়ে স্বর্ণ বেশি নাসিরুদ্দ…
  • ০১ জানুয়ারি ২০২৬
খালেদা জিয়ার আসনে বিকল্পরাই দলের প্রার্থী: সালাহউদ্দিন
  • ০১ জানুয়ারি ২০২৬
নাটোরে বেসরকারি প্রাথমিকের একটি বই দিয়েই বছর শুরু
  • ০১ জানুয়ারি ২০২৬
নতুন বছরে বিশ্বকাপসহ ক্রিকেটে যত খেলা বাংলাদেশের
  • ০১ জানুয়ারি ২০২৬
শিল্প মন্ত্রণালয়ের অধীনে চাকরি, পদ ২৬, আবেদন শুরু ৫ জানুয়ারি
  • ০১ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!