১৮০০ মেগাহার্টজ ব্যান্ডের তরঙ্গ কিনল গ্রামীণফোন-রবি-বাংলালিংক

০৮ মার্চ ২০২১, ০৪:১৪ PM

© লোগো

মোবাইল সেবার মান বাড়াতে ১৮০০ মেগাহার্টজ ব্যান্ডের তরঙ্গ কিনল গ্রামীণফোন, রবি ও বাংলালিংক। সোমবার (৮ মার্চ) রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টালে আয়োজিত দুই ব্যান্ডের অব্যবহৃত স্পেকট্রামের নিলামে অংশ নিয়ে এই প্রতিষ্ঠান তিনটি ব্র্যান্ডের তরঙ্গ কিনেছে। নিলাম এখনো চলমান রয়েছে। বিটিআরসি এই নিলামের আয়োজন করেছে।

বিটিআরসি জানায়, নিলামে গ্রামীণফোন, রবি, বাংলালিংক ও টেলিটক অংশ নিয়েছে। পাঁচটি ব্লকে ১৮০০ ব্যান্ডে ৭ দশমিক ৪ মেগাহার্টজ স্পেকট্রাম বা তরঙ্গ নিলাম হবে। এর মধ্যে দশমিক ৪৪ মেগাহার্টজে দুটি, ২ দশমিক ২ মেগাহার্টজে দুটি এবং ২ দশমিক ৪ মেগাহার্টজে একটি ব্লক করা হয়েছে। ২০১৮ সালের ফ্লোরপ্রাইস ধরে এবারেও ৩১ মিলিয়ন ডলার থাকছে ফ্লোরপ্রাইস।

আর চারটি ব্লকে ২১০০ ব্যান্ডে ২০ মেগাহার্টজ স্পেকট্রাম নিলামে উঠবে। এতে প্রতি ব্লকে ৫ মেগাহার্টজ করে স্পেকট্রাম রাখা হয়েছে। ২০১৮ সালের ফ্লোরপ্রাইস ধরে এতেও ২৭ মিলিয়ন ডলার থাকছে ফ্লোরপ্রাইস।বিটিআরসির কাছে ৯০০ ব্যান্ডে ৮ দশমিক ৪ মেগাহার্টজ, ১৮০০ ব্যান্ডে ১২ দশমিক ৪ মেগাহার্টজ এবং ২১০০ ব্যান্ডে ২০ মেগাহার্টজ স্পেকট্রাম রয়েছে।

গ্রামীণফোনের কাছে ৯০০, ১৮০০ ও ২১০০ ব্যান্ড মিলিয়ে ৩৭ মেগাহার্টজ স্পেকট্রাম আছে। রবির আছে ৩৬ দশমিক ৪ মেগাহার্টজ , বাংলালিংকের ৩০ দশমিক ৬ মেগাহার্টজ এবং টেলিটকের ২৫ দশমিক ২০ মেগাহার্টজ স্পেকট্রাম রয়েছে।

বসুন্ধরা চেয়ারম্যানের স্ত্রী আফরোজার বহুতল ভবনসহ জমি জব্দের…
  • ০১ জানুয়ারি ২০২৬
২০২৫ সালে নগদের ইতিহাসে সর্বোচ্চ লেনদেন রেকর্ড
  • ০১ জানুয়ারি ২০২৬
তাইওয়ান হতে পারে আপনার পছন্দের গন্তব্য
  • ০১ জানুয়ারি ২০২৬
এনসিপি থেকে সরে দাঁড়ালেন মুশফিক উস সালেহীন
  • ০১ জানুয়ারি ২০২৬
খালেদা জিয়ার জানাজায় অংশ নিয়ে মারা যাওয়া নিরব হোসেনের পর…
  • ০১ জানুয়ারি ২০২৬
জিয়া-খালেদার কবর এলাকায় মানুষের ঢল 
  • ০১ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!