শিক্ষায় প্রযুক্তির ব্যবহার বৃদ্ধিতে কাজ করছে সরকার

প্রতীকী
প্রতীকী

শিক্ষায় প্রযুক্তির ব্যবহার বৃদ্ধিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী অ্যাড. নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। আজ শনিবার (১২ সেপ্টেম্বর) নরসিংদীর মনোহরদী উপজেলার গোতাশিয়া নূরুল মজিদ হুমায়ূন উচ্চ বিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর উদ্ধোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

শিল্পমন্ত্রী বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার বাস্তবমুখী শিক্ষা বাস্তবায়নে কাজ করছে। শিক্ষার মান উন্নয়ন, সবাইকে শিক্ষার আওতায় নিয়ে আসা অর্থাৎ অন্তর্ভূক্তিমূলক শিক্ষা দিতে কাজ করা হচ্ছে।

মন্ত্রী বলেন, সরকার ইতোমধ্যে শিক্ষার্থীদের হাতে স্বল্পমূল্যে ল্যাপটপ ও ট্যাব সরবরাহের কাজ শুরু করেছে। ইতিমধ্যে শিক্ষার্থীদের অনলাইনের মাধ্যমে পাঠদান শুরু হয়েছে। যার ফলে সহজেই শিক্ষার্থীরা ঘরে বসে পাঠদান করতে পারছে।

গোতাশিয়া নূরুল মজিদ হুমায়ূন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতেমা খাতুনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিয়া আক্তার শিমু, সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হাসান, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামানসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।


সর্বশেষ সংবাদ