© সংগৃহীত
বিশ্বজুড়ে করোনাভাইরাস মহামারির কারণে ঘরে বসে কাজের উপায় খুঁজে নিয়েছে অধিকাংশ প্রযুক্তি কোম্পানি। টেক জায়ান্ট গুগল জানিয়েছে, আগামী বছরের জুলাই পর্যন্ত গুগলের প্রায় ২ লাখ কর্মী ঘরে থেকেই অফিস করবেন।
গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুন্দর পিচাই এক ই-মেইল বার্তায় এই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। খবর দ্য ওয়াল স্ট্রিট জার্নালের।
গুগল সিইও পিচাই তার বক্তব্যে লেখেন, পরিকল্পনা-মাফিক কাজ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ঘরে থেকে কাজের সুযোগ ৩০ জুন ২০২১ পর্যন্ত বর্ধিত করা হচ্ছে। যেসব দায়িত্ব ঘরে থেকে পালন করা যাবে সেসবে অফিস যাওয়ার প্রয়োজন হবে না।
এর আগে গুগল জানিয়েছিল, চলতি বছরের জুন থেকেই গুগল অফিস স্বাভাবিক কার্যক্রমে ফিরে যাবে। তবে কর্মীরা বছরের শেষ পর্যন্ত তা বাড়াতে চেয়েছিলেন।