মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, করোন ভাইরাস মহামারী পরিচালনার বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে (ডাব্লিউএইচও) প্রদান করা তহবিল স্থগিত করার জন্য তাঁর প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার হোয়াইট হাউসের একটি সংবাদ সম্মেলনে এমনই দাবি করেছেন ট্রাম্প। তিনি বলেন, ডাব্লিউএইচও তার মূল দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে এবং তাকে অবশ্যই জবাবদিহি করতে হবে। খবর আল জাজিরার
এর আগে ডাব্লিউএইচও করোনা ভাইরাস নিয়ে চীনের প্রতি পক্ষপাতিত্ব করছেন বলে অভিযোগ এনেছিলেন ট্রাম্প।
ট্রাম্প বলেছিলেন, আমেরিকা ডাব্লিউএইচও’র সাথে তিনি অর্থবহ সংস্কারের কথা জানিয়েছেন। এসময় সংস্থাটিকে প্রদান করা ফান্ড স্থগিত থাকবে বলে জানান তিনি।
এদিকে জাতিসংঘের সেক্রেটারি-জেনারেল আন্তোনিও গুতেরেস বলেছিলেন, ডাব্লিউএইচও বা মহামারীবিরোধী অন্য কোনও সংস্থার তহবিল হ্রাস করার ‘সময়’ এখন নয়।
গুতেরেস এক বিবৃতিতে বলেছেন, ‘এখন এই ভাইরাস এবং এর বিপর্যয়কর পরিণতি রোধে ঐক্য ও আন্তর্জাতিক সম্প্রদায়ের একাত্মতার জন্য কাজ করার সময় এসেছে।’
তবে ডাব্লিউএইচও তাত্ক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি।
সংক্রামক রোগ বিশেষজ্ঞ এবং বোস্টন বিশ্ববিদ্যালয়ের স্পেশাল প্যাথোজেনস ইউনিটের মেডিকেল ডিরেক্টর ডাঃ নাহিদ ভাদেলিয়া বলেছিলেন যে অর্থ ব্যয় প্রত্যাহার করা বিপর্যয় হবে।
তিনি টুইটারে লিখেছিলেন, "গত শতাব্দীর সবচেয়ে বড় মহামারীর সময়ে ডাব্লিউএইচওয়ের বাজেটের ১৫ শতাংশ (মার্কিন অবদান) কেটে ফেলা চূড়ান্ত বিপর্যয়। ডাব্লিউএইচও বিশ্বব্যাপী প্রযুক্তিগত অংশীদার, এটি সেই প্ল্যাটফর্ম যার মাধ্যমে সার্বভৌম দেশগুলি ডেটা বা প্রযুক্তি ভাগ করে নেয়, মহামারীর সময় বৈশ্বিক সুযোগের দিকে নজর রাখে।