করোনায় যাকাত ফান্ডের ৫০ ভাগ টাকা বিতরণের নির্দেশ

০৮ এপ্রিল ২০২০, ০২:৩০ PM

করোনা ভাইরাসের মহামারির দাপটে কাঁপছে পুরো বিশ্ব। এই প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশের সকল মানুষকে ঘরে থাকতে বলা হয়েছে। এই দুঃসময়ে কর্মহীন হয়ে পড়েছে অনেক অসহায় পরিবারের উপার্জনকারী। তাই ২০১৯-২০ অর্থবছরে প্রত্যেক জেলা থেকে সংগৃহীত যাকাতের ৫০ ভাগ টাকা করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণের জন্য নির্দেশনা দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যাকাত ফান্ড বিভাগ।

ওই টাকা সংশ্লিষ্ট জেলা ও উপাজেলায় কর্মহীন ও অসহায় এবং যাকাত পাওয়ার উপযুক্তদের মাঝে বিতরণ করতে হবে। এইক্ষেত্রে ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের গরীব ও অসহায় শিক্ষক/কর্মী, ইসলামিক ফাউন্ডেশনে দৈনিক ভিত্তিক ও অস্থায়ী কর্মচারীদের মধ্যে যারা যাকাত পাওয়ার উপযুক্ত তারা অগ্রাধিকার পাবেন।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যাকাত ফান্ড বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনূর রশীদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, সারা বিশ্বে কোভিড-১৯ করােনা ভাইরাস-এর প্রাদুর্ভাব মহামারি আকার ধারণ করায় সরকারি নির্দেশ মােতাবেক সকল মানুষের ঘরে থাকা বাধ্যতামূলক করায় গরীব ও নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ কর্মহীন হয়ে খুব কষ্টে জীবন যাপন করছে। যাকাত বোর্ডের সভাপতি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর অনুমােদনক্রমে করােনা ভাইরাস জনিত কারণে কর্মহীন অসহায় ও দুঃস্থদের মাঝে জেলায় প্রেরিত যাকাতের অর্থের ৫০ ভাগ বিতরণ করার জন্য অনুরােধ করা হলো।

আর যাকাত বিতরণের পূর্বে যাকাত পাওয়ার উপযুক্ত করােনা ভাইরাস জনিত কারণে কর্মহীন অসহায় ও দুঃস্থদের প্রকৃত তালিকা জেলা ও উপজেলা যাকাত কমিটির মাধ্যমে তৈরি করতে হবে। তালিকা তৈরির সময় ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের গরীব ও অসহায় শিক্ষক/কর্মী, ইসলামিক ফাউন্ডেশনে দৈনিক ভিত্তিক ও অস্থায়ী কর্মচারীদের মধ্যে যারা যাকাত পাওয়ার উপযুক্ত তাদেরকে অগ্রাধিকার প্রদান করা যেতে পারে।

যাকাত প্রাপ্যদের তালিকা তৈরি করে সমমূল্যের খাদ্য সামগ্রী প্রাপ্তি স্বীকার গ্রহণ সাপেক্ষে জেলা ও উপজেলা যাকাত কমিটির মাধ্যমে বিতরণ করতে হবে।

এছাড়া জেলায় প্রেরিত যাকাতের অবশিষ্ট ৫০ শতাংশ টাকা পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বিতরণ আপাতত স্থগিত থাকবে।

শেরপুরে জামায়াত সেক্রেটারি নিহতের প্রতিবাদে এনসিপির মশাল মি…
  • ৩০ জানুয়ারি ২০২৬
ভাইয়ের সঙ্গে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে টেঁটাবিদ্ধ হয়ে বিএন…
  • ৩০ জানুয়ারি ২০২৬
ফ্যামিলি কার্ডে পাওয়া যাবে ব্যাংক ঋণও, জানালেন বিএনপি নেতা
  • ৩০ জানুয়ারি ২০২৬
খুনের রাজনীতি বন্ধে ছাত্রজনতাকে রুখে দাঁড়ানোর আহ্বান জাবি ছ…
  • ৩০ জানুয়ারি ২০২৬
মুগদা থেকে অপহৃত শিশু গাইবান্ধায় উদ্ধার
  • ৩০ জানুয়ারি ২০২৬
শেষ হল ছাত্রশিবির আয়োজিত আল-খোয়ারিজমি সায়েন্স ফেস্টের প্রথম…
  • ২৯ জানুয়ারি ২০২৬