জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) এ সভার আয়োজন করা হয়। সভায় বক্তারা সরকারী দপ্তরে নারীর জন্য অনুকূল কর্মপরিবেশ সৃষ্টির উপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, “নারীর অধিকার প্রতিষ্ঠা শুধু পুরুষের একক দায়িত্ব নয়, এক্ষেত্রে নারীকেও অনেক সচেতন হতে হবে। বিজ্ঞান জাদুঘরে বর্তমানে নারীবান্ধব আদর্শ কর্মপরিবেশ সৃষ্টি করা হয়েছে। ভবিষ্যতে এ সংস্থায় নারীর অংশগ্রহণ আরও বৃদ্ধি পাবে”।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাদুঘরের উপপরিচালক এ জে এম সালাহ উদ্দিন নাগরী, কিউরেটর সুকল্যাণ বাছাড় এবং সহাকারী কিউরেটর মাসুদুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা।
অনুষ্ঠান শেষে তিন নারী কর্মকর্তা— মাকসুদা বেগম ,শাফিয়া তাসনিম দ্রাঘিমা ও ইসরাত জাহানকে সম্মামনা প্রদান করা হয়।