নারী রিটেইলারদের প্রশিক্ষণ দিল রবি ও কেয়ার বাংলাদেশ

০৭ নভেম্বর ২০১৯, ১২:০৪ PM

কুড়িগ্রাম জেলায় ১০০ জন কিশোরীকে মোবাইল রিটেইলার হিসেবে প্রতিষ্ঠিত করতে প্রশিক্ষণ দেয়া হয়েছে। সম্প্রতি শহরটিতে দিনব্যাপী ‘মোবাইল রিটেইলার ট্রেনিং’র আয়োজন করে দেশের অন্যতম শীর্ষ ডিজিটাল সেবাদাতা কোম্পানি রবি এবং বিশ্বের অন্যতম এনজিও কেয়ার বাংলাদেশ।

এ বছরের অগাস্টে এ বিষয়ক একটি চুক্তি সই করেছে কোম্পানি দুটি। এর আওতায় কেয়ার বাংলাদেশ কিশোরীদের স্মার্টফোন এবং ব্যবসার জন্য পুঁজি সরবরাহ করবে যেন তারা নারী রিটেইলার হিসেবে তাদের ব্যবসা শুরু করতে পারেন। নারী রিটেইলাররা রবির টক-টাইম, ডেটা প্যাক, সিম কার্ড, মোবাইল অর্থিক সেবা এবং অন্যান্য ভ্যালু অ্যাডেড সেবা প্রদান করবেন।

ব্যবসাটির সার্বিক বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন রবির ডিস্ট্রিক্ট সেলস ম্যানেজার মো. ইস্কান্দার আলী খান। এসময় কেয়ার বাংলাদেশ’র বিশ্বজিৎ মণ্ডল উপস্থিত ছিলেন। কর্মশালায় ৫০ জন নারী অংশ নেন।

মোবাইল অপারেটরদের বৈশ্বিক সংগঠন জিএসএমএ’র সহযোগে ‘কানেক্টেড উইম্যান ইনিশিয়েটিভ’র আওতায় এ পদক্ষেপ নিয়েছে রবি। সামাজিক দায়বদ্ধতা-বিষয়ক এই উদ্যোগটি নারী-পুরুষের মধ্যে ডিজিটাল বৈষম্য দূর করতে সহায়ক হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

আইইএলটিএস-জিআরই পরীক্ষায় অংশগ্রহণে সহজ শর্তে ঋণ দিতে চায় এন…
  • ৩০ জানুয়ারি ২০২৬
সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে যা বললেন জামায়াত আমির
  • ৩০ জানুয়ারি ২০২৬
দায়িত্ব পেলে চাঁদাবাজদের ঘুম হারাম করে দেব: হাসনাত আবদুল্লাহ
  • ৩০ জানুয়ারি ২০২৬
গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে রায় দিন : তারেক রহমান
  • ৩০ জানুয়ারি ২০২৬
এআই-ভিত্তিক চ্যালেঞ্জ মোকাবিলায় জিএসআইএমএএলের যাত্রা শুরু
  • ৩০ জানুয়ারি ২০২৬
তরুণদের জন্য এক কোটি সম্মানজনক কর্মসংস্থান সৃষ্টি করতে চায় …
  • ৩০ জানুয়ারি ২০২৬