টুইটারের প্রতিষ্ঠাতার অ্যাকাউন্ট হ্যাক

৩১ আগস্ট ২০১৯, ০১:২৩ PM

© বিবিসি

টুইটারের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী জ্যাক ডরসির টুইট অ্যাকাউন্ট হ্যাকিংয়ের শিকার হয়েছে। ৪০ লাখ অনুসারীর ওই অ্যাকাউন্ট থেকে কিছু আপত্তিকর ও বর্ণবাদী টুইট, রি-টুইটও করা হয়েছে।

শীর্ষ নির্বাহীর অ্যাকাউন্ট হ্যাকের এ ঘটনা টুইটারের জন্য বেশ বিব্রতকর হবে বলেই ধারণা পর্যবেক্ষকদের। মাইক্রোব্লগিং সাইটটিতে বিশ্বের প্রায় সব প্রভাবশালী নেতার অ্যাকাউন্ট আছে।

‘চাকলিং স্কোয়াড’ নামে একটি দল ডরসির অ্যাকাউন্ট হ্যাক করার কৃতিত্ব দাবি করেছে। মাইক্রোব্লগিং সাইটটির নিরাপত্তা দেয়াল ভেদ করেই অ্যাকাউন্টটির নিয়ন্ত্রণ নেওয়া হয়েছিল, জানিয়েছে তারা। প্রায় ১৫ মিনিট হ্যাকারদের নিয়ন্ত্রণে থাকার পর টুইটার সেটি উদ্ধারে সমর্থ হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমটি বলছে, হ্যাকাররা অ্যাকাউন্টের সঙ্গে সংশ্লিষ্ট মোবাইল ফোন অপারেটরের নিরাপত্তা ব্যবস্থা ভেঙে ডরসির নামে টুইট, রি-টুইট করতে সক্ষম হয়েছিল। ‘সিমসোয়াপিং’ পদ্ধতি ব্যবহার করে হ্যাকাররা অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিয়েছিল বলে ধারণা টুইটারের।

‘সিমসোয়াপিং’ বা ‘সিমজ্যাকিং’ পদ্ধতিতে সুনির্দিষ্ট কোনো ফোন নম্বরকে নতুন সিম কার্ডে স্থানান্তর করা যায়। সাধারণত মোবাইল অপারেটরের কোনো কর্মীকে ঘুষ দিয়ে বা ফাঁদে ফেলে দুর্বৃত্তরা এ ধরনের কাজ করে। ডরসির ক্ষেত্রেও হ্যাকাররা মোবাইল নম্বরটি নিয়ন্ত্রণে নেওয়ার পর টেক্সট বার্তা ব্যবহার করে সরাসরি টুইট করতে পেরেছে।

ডরসির অ্যাকাউন্ট হ্যাকের জন্য মোবাইল অপারেটর প্রতিষ্ঠানকে দায়ী করলেও তাদের নাম জানায়নি এ মাইক্রোব্লগিং সাইট। হ্যাকাররা টুইটারের শীর্ষ নির্বাহীর অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিয়ে যেসব মন্তব্য করেছিল তার একটিতে টুইটার সদরদপ্তরে বোমা আছে বলেও ইঙ্গিত দেয়া হয়।

‘চাকলিং স্কোয়াড’ এর আগে বিউটি ভ্লগার জেমস চার্লস ও ইউটিউবে জনপ্রিয় ডেসমন্ড আমোফার টুইটার অ্যাকাউন্ট হ্যাকের কৃতিত্ব দাবি করে। বিবিসি।

‘নির্বাচনে মারণাস্ত্র ব্যবহার করবে না বিজিবি’
  • ৩১ জানুয়ারি ২০২৬
প্রধানমন্ত্রীর বাসভবন হবে গণভবনের পাশেই
  • ৩১ জানুয়ারি ২০২৬
শক্ত ঘাঁটির দুই আসনে বিএনপির উদ্বেগ বাড়াচ্ছে বিদ্রোহী প্রার…
  • ৩১ জানুয়ারি ২০২৬
কুবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ, প্রশ্নপত্র দেখুন
  • ৩১ জানুয়ারি ২০২৬
গোপালগঞ্জের ৪ রোভারের হেঁটে ১৫০ কিলোমিটার পথ পরিভ্রমণ শুরু
  • ৩১ জানুয়ারি ২০২৬
নির্বাচনে জিতলে কী করবেন, ৯ পয়েন্টে ইশতেহার দিলেন নুর
  • ৩১ জানুয়ারি ২০২৬