জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের ছয় আঞ্চলিক পর্ব কাল

  © সংগৃহীত

কাতারের দোহায় অনুষ্ঠেয় ১৬তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের (আইজেএসও ২০১৯) জন্য বাংলাদেশ দল নির্বাচনের লক্ষ্যে দেশব্যাপী চলছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ৫ম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের (বিডিজেএসও ২০১৯) আঞ্চলিক পর্ব। এবারের বিডিজেএসও-এর আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হচ্ছে দেশের আটটি বিভাগে। এর পাশাপাশি উপজেলা পর্যায়ের পাঁচটি স্কুলে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে স্কুল অলিম্পিয়াড। এর ধারাবাহিকতায় আগামীকাল শুক্রবার ঢাকা, চট্টগ্রাম, নেত্রকোনা, খুলনা, রংপুর ও রাজশাহী মোট ছয়টি অঞ্চলে আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবে প্রায় তিন হাজার শিক্ষার্থী।

এর আগে গত ২৬ জুলাই সিলেট ও বরিশাল আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হয়। এর আগে ২৫ জুলাই তারিখে ৩ টি স্কুলে স্কুল অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। এসব পর্বে মোট ২ হাজার ৩০০ শিক্ষার্থী অংশ নিয়েছে। আগামীকালের ছয়টি পর্বের মাধ্যমে শেষ হবে ৫ম বিডিজেএসএসও-এর আঞ্চলিক পর্ব। বিডিজেএসওর আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হচ্ছে চারটি ক্যাটাগরিতে— প্রাইমারি (তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি), জুনিয়র (ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি), সেকেন্ডারি (নবম ও দশম শ্রেণি) ও স্পেশাল (একাদশ ও দ্বাদশ শ্রেণি, ১ জানুয়ারি ২০০৪-এর পর যাদের জন্ম)। আঞ্চলিক পর্বে প্রতিটি অঞ্চলেই ৫০০-৭০০ জন করে শিক্ষার্থী অংশগ্রহণ করবে। এই সকল অঞ্চলের বিজয়ীরা অংশ নেবে আগস্টে অনুষ্ঠেয় জাতীয় পর্বে।

এক ঘণ্টা ১৫ মিনিটের একটি লিখিত পরীক্ষায় শিক্ষার্থীদের পদার্থ, রসায়ন এবং জীববিজ্ঞানের সর্বমোট ১২টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি অঞ্চলে একযোগে পরীক্ষা শুরু হবে সকাল ১০টায়। পরীক্ষা শুরুর আগে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলন করে উৎসবের উদ্বোধন করা হবে।

ঢাকা আঞ্চলিক অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে লেক সার্কাস উচ্চ বালিকা বিদ্যালয়ে। রাজশাহী অঞ্চলের অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে গভ. ল্যাবরেটরি হাইস্কুলে। এই দুটি অলিম্পিয়াড স্থানীয়ভাবে আয়োজন করবে বিডিজেএসও এর আয়োজক সংগঠন বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি।

চট্টগ্রাম আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হবে সাইডার ইন্টারন্যাশনাল স্কুল নাসিরাবাদ, চট্টগ্রামে। স্থানীয়ভাবে আয়োজন করবে অব্যয়। নেত্রকোনা অঞ্চলের ভেন্যু হিসেবে রয়েছে আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়। এই আয়োজনে স্থানীয়ভাবে সহযোগিতা করছে মেসন সায়েন্স ক্লাব। রংপুর পর্ব অনুষ্ঠিত হবে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে। এই পর্বের স্থানীয় আয়োজক শো দ্য ক্রিয়েটিভিটি। আর খুলনার আয়োজনটি হবে ফাতিমা উচ্চবিদ্যালয়ে। সহায়তা করবে সত্যেন্দ্রনাথ বসু বিজ্ঞান ক্লাব।

আঞ্চলিক পর্বের বিজয়ীদের নিয়ে আগস্ট মাসের তৃতীয় সপ্তাহে ঢাকায় অনুষ্ঠিত হবে বিডিজেএসও-এর জাতীয় পর্ব। জাতীয় পর্বের বিজয়ীদের মধ্য থেকে বাছাইকৃতরা অংশ নেবে বিডিজেএসও ক্যাম্পে। ক্যাম্প থেকে নির্বাচন করা হবে কাতারের দোহায় অনুষ্ঠেয় ইন্টারন্যাশনাল জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের জন্য ছয় সদস্যের বাংলাদেশ দল।

বিডিজেএসও যৌথভাবে আয়োজন করছে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (এসপিএসবি) ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ)। আয়োজনটির পৃষ্ঠপোষক আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড। সহযোগী হিসেবে আছে দৈনিক প্রথম আলো। ম্যাগাজিন পার্টনার হিসেবে রয়েছে কিশোর আলো ও বিজ্ঞানচিন্তা। টেলিভিশন পার্টনার হিসেবে আছে নাগরিক টিভি এবং নলেজ পার্টনার হিসেবে রয়েছে ম্যাসল্যাব। রেডিও পার্টনার ঢাকা এফএম এবং ইন্টারনেট পার্টনার অ্যাম্বার আইটি। কমিউনিকেশন পার্টনার হিসেবে আছে বিজ্ঞানবাক্স।

অলিম্পিয়াডের বিস্তারিত তথ্য পাওয়া যাবে বিডিজেএসও-র ওয়েবসাইট www.bdjso.org এবং ফেসবুক পেজ www.facebook.com/bdjso এ। ফোন: মাহমুদ মীম, সমন্বয়ক, বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড, মোবাইল: ০১৬৭০ ২০ ৪০ ৪৫।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence