শিক্ষার্থীকে অ্যামাজনের ২ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা

  © সংগৃহীত

ধার নেয়া বই যথা সময়ে ফেরত না দেয়ায় যুক্তরাষ্ট্রের এক শিক্ষার্থীকে ২ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা করেছে অনলাইন ভিত্তিক জনপ্রিয় ই-কমার্স সাইট অ্যামাজন।

জানা গেছে, যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া অঙ্গরাজ্যের ইউনিভার্সিটি অব ডেলওয়ারের শিক্ষার্থী অ্যামেলিয়া স্যানফিলিপ্পো ধার নেয়া বই চারদিন দেরিতে ফেরত দেয়। যার ফলে ওই শিক্ষার্থীকে ৩ হাজার ৪০০ ডলার জরিমানা করেছে অ্যামাজন। বাংলাদেশী মুদ্রায় যা প্রায় ২ লাখ ৮৫ হাজার টাকা। অবশ্য ওই শিক্ষার্থীর কাছে এজন্য ক্ষমা চেয়ে নিয়েছে তারা। খবর বিজনেস ইনসাইডার।

অ্যামেলিয়া স্যানফিলিপ্পো ৬২ দশমিক ৭০ ডলারে অ্যামাজন থেকে একটি বই ধার করেছিলেন। কিন্তু তিনি কোনো কারণে নির্ধারিত তারিখের চারদিন পর বইটি ফেরত দেন। এর পরই অ্যামাজনের পক্ষ থেকে তাকে ৩ হাজার ৪০০ ডলার জরিমানা করে নোটিস দেয়া হয়।


সর্বশেষ সংবাদ